Tibet Earthquake Update: মৃত্যু ১২৬, আহত ২০০! বিপদের মুখ থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে ৩০ হাজার মানুষকে...

Soumitra Sen Wed, 08 Jan 2025-1:12 pm,

আর এর জেরে মৃত্যুমিছিল চিনে। ভূমিকম্পে মৃতের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বেড়েছে। গতকাল মঙ্গলবার দপুরের মধ্যেই ৯৫ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছিল, আহত প্রায় ৭০। 

আর আজ, বুধবার মৃতের সংখ্যা বেড়ে ১২৬, আহতের সংখ্যা ১৮৮ হয়েছে! অন্তত ৪০০ মানুষ সরাসরি ভূমিকম্পের কবলে পড়েছেন বলে ক্রমশ জানা যাচ্ছে!

তীব্র কম্পনে একরকম গুঁড়ো গুঁড়ো হয়ে ভেঙে পড়েছে সেখানকার ঘরবাড়ি-হাসপাতাল-স্কুল-কলেজ-অফিস-কাছারি। 

এভারেস্ট অঞ্চলের উত্তর অংশের গেটওয়ে বলে খ্যাত টিংরি নামে একটি গ্রামীণ এলাকা ছিল এই ভূমিকম্পের উৎসস্থল। জানা গিয়েছিল মাটির নীচে ১০ কিলোমিটার গভীরে ছিল এই ভূমিকম্পের এপিসেন্টার।

চিনের এই ভয়াবহ ভূমিকম্পের জেরে নেপাল, ভুটান ও ভারতেও ভূমিকম্প অনুভূত হয়েছিল মঙ্গলবার। কেঁপপে উঠেছিল বিহার, আসাম ও পশ্চিমবঙ্গ-সহ ভারতের বেশ কয়েকটি অঞ্চল। ভূমিকম্পের কম্পন অনুভূত হয়েছিল এমনকী কলকাতাতেও!

এর আগে ২০১৫ সালে নেপালে ৭.৮-মাত্রার ভূমিকম্প ঘটেছিল। প্রায় ৯০০০ মানুষ মারা গিয়েছিলেন সেবার! আহত হয়েছিলেন ২২০০০ জনেরও বেশি! সম্পূর্ণ ধ্বংস হয়ে গিয়েছিল লক্ষ লক্ষ ঘরবাড়ি। সে এক মহা বিপর্যয়। এবার এতটা ভয়ংকর না হলেও, ভয়াবহতা যথেষ্টই বেশি। 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link