EXPLAINED | Tilak Varma: তিলক ভার্মার সেঞ্চুরিতে কেন দেওয়ালে মাথা ঠুকছে ভারতের চিরশত্রু পাকিস্তান?

Thu, 14 Nov 2024-3:28 pm,

ভিভিএস লক্ষ্মণের টিম ইন্ডিয়া এখন আফ্রিকান সাফারিতে। সূর্যকুমার যাদবের দল আইদেন মারক্রমের দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৪ ম্যাচের টি-২০ আই সিরিজ খেলছে। তৃতীয় টি-২০ আই জিতে সিরিজে ভারত ২-১ এগিয়ে গেল। ভারত প্রথমে ব্য়াট করে ৬ উইকেটে ২১৯ রান তুলেছিল। জবাবে মারক্রমের টিম ৭ উইকেটে ২০৮ রান তুলতেই সমর্থ হয়। ১১ রানে জিতে যায় ভারত। আর এই ম্যাচে একাই সব আলো কেড়ে নিলেন দেশের তরুণ ক্রিকেটার তিলক ভার্মা।

 

তিলক বর্মা তাঁর কেরিয়ারের প্রথম আন্তর্জাতিক টি-২০ শতরান করলেন। ৫৬ বলে অপরাজিত ১০৭ রানের ইনিংস খেললেন তিনি। ৮টি চার ও ৭টি ছয় মারলেন ৯৭ মিনিট ক্রিজে থেকে। তাঁর স্ট্রাইক রেট ছিল ১৯১.০৭। তিনে ব্য়াট করতে নেমে, ভারতের দ্বাদশ ক্রিকেটার হিসেবে তিলক ক্রিকেটের ক্ষুদ্রতম সংস্করণে সেঞ্চুরি করলেন

 

তিলক সবচেয়ে কম বয়সে আন্তর্জাতিক টি-২০ সেঞ্চুরি করলেন কোনও আইসিসি-র পূর্ণ সদস্য়ের বিরুদ্ধে। সেঞ্চুরির দিন তিলকের বয়স ছিল ২২ বছর ৫ দিন। ১০ বছর এই রেকর্ড ছিল পাকিস্তানের আহমেদ শেহজাদের। বাংলাদেশের বিরুদ্ধে ২০১৪ সালে তিনি যখন আন্তর্জাতিক টি-২০ সেঞ্চুরি করেছিলেন, তখন তাঁর বয়স ছিল ২২ বছর ১২৭ দিন।

দেশের জার্সিতে সবচেয়ে কম বয়সে টি-২০ সেঞ্চুরিকারী ক্রিকেটার হিসেবে দুয়ে চলে এলেন তিলক। তিনি টপকে গেলেন শুভমন গিলকে। যদিও মগডালেই বিরাজমান যশস্বী জয়সওয়াল। নেপালের বিরুদ্ধে ২০২৩ সালে তিনি ২১ বছর ২৭৯ দিনে শতরান করেছিলেন।

আইপিএল মাতিয়েই জাতীয় দলে সুযোগ পেয়েছেন তিলক। মুম্বই ইন্ডিয়ান্স বুঝিয়ে দিল যে, কেন তাঁরা জসপ্রীত বুমরা (১৮ কোটি), হার্দিক পান্ডিয়া (১৬.৩৫ কোটি), রোহিত শর্মা (১৬.৩০ কোটি) ও সূর্যকুমার যাদবের (১৬.৩৫ কোটি) সঙ্গেই তিলককে (৮ কোটি) ধরে রাখল।

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link