EXPLAINED | Tilak Varma: অবিশ্বাস্য! অসম্ভব! তিলক ভার্মা যা করলে তা বিশ্বে কেউ কখনও করেননি...

Sat, 23 Nov 2024-2:11 pm,

ভারতের ক্রিকেট অনুরাগীদের চোখ এখন পারথে। বর্ডার-গাভাসকর ট্রফির প্রথম ভারত-অস্ট্রেলিয়া টেস্ট চলছে। কিন্তু বিজিটি-র ভরা বাজারেও, ফোকাসে চলে এল সৈয়দ মুস্তাক আলি ট্রফি! কেয়ার অফ তিলক ভার্মা। তিনি যা করলেন  তা বিশ্বে কেউ কখনও করেননি...!

তিলক শনিবার অবিশ্বাস্য ইনিংসে অসম্ভব কাজকে সম্ভব করে ফেলেছেন। সৈয়দ মুস্তাক আলি ট্রফির উদ্বোধনী ম্য়াচে মুখোমুখি হয়েছিল হায়দরাবাদ ও মেঘালয়। হায়দরবাদ অধিনায়ক তিলক ৬৭ বলে ১৫১ রানের ইনিংস খেলেছেন ১৪ চার ও ১০ ছয়ের সুবাদে। ২২৫.৩৭-এর স্ট্রাইক রেটে ব্য়াট করেছেন তিনি। তিলক বিশ্বের প্রথম ক্রিকেটার হিসেবে পরপর তিন টি-২০ ইনিংসে সেঞ্চুরি করলেন। যা এর আগে কোনও পুরুষ বা মহিলা কখনও করতে পারেননি। 

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-২০ আন্তর্জাতিক সিরিজে, তিলক ঠিক যেখানে শেষ করে ছিলেন, সৈয়দ মুস্তাক আলিতে ঠিক সেখানে শুরু করলেন। সেঞ্চুরিয়নে ভারত-দক্ষিণ আফ্রিকা, তৃতীয় টি-২০ ম্য়াচে তিলক অপরাজিত ১০৭ রানের ইনিংস খেলেছিলেন। এরপর ভারত-দক্ষিণ আফ্রিকা চতুর্থ টি-২০ ম্য়াচে জো'বার্গে তিলকের ব্য়াট থেকে  এসেছিল অপরাজিত ১২০ রান।

২০১৯ সালের সৈয়দ মুস্তাক আলি ট্রফির ফাইনালে মুম্বই মুখোমুখি হয়েছিল সিকিমের। মুম্বইয়ের হয়ে শ্রেয়স আইয়ার করেছিলেন ৫৫ বলে ১৪৭ রানের ইনিংস। এখনও পর্যন্ত শ্রেয়সেরই সৈয়দ মুস্তাক আলিতে ব্য়ক্তিগত সর্বাধির রানের নজির ছিল। শ্রেয়সকে টপকে গেলেন তিলক। পাশাপাশি ভারতের প্রথম পুরুষ ক্রিকেটার হিসেবে তিলক টি-২০ ক্রিকেটে ১৫০ রানের ইনিংস খেললেন। তবে ভারতীয় ক্রিকেটার মধ্য়ে টি-২০ ফরম্য়াটে সবচেয়ে বেশি রান রয়েছে কিন্তু এক মহিলারই। এখন মহরাষ্ট্রের হয়ে খেলেন কিরণ নভগির। ২০২২ সালে মহিলাদের সিনিয়র টি-২০ ট্রফিতে নাগাল্য়ান্ডের হয়ে অরুণাচল প্রদেশের বিরুদ্ধে ১৬২ রান করেছিলেন তিনি।

 

তিলকের ইনিংসে ভর করে হায়দরাবাদ ৪ উইকেটে ২৪৮ রান তুলেছিল। জবাবে মেঘালয় ৬৯ রানে অলআউট হয়ে যায়। হায়দরাবাদ জিতেছে ১৭৯ রানে। 

 

আইপিএল মাতিয়েই জাতীয় দলে সুযোগ পেয়েছেন তিলক। মুম্বই ইন্ডিয়ান্স বুঝিয়ে দিল যে, কেন তাঁরা জসপ্রীত বুমরা (১৮ কোটি), হার্দিক পান্ডিয়া (১৬.৩৫ কোটি), রোহিত শর্মা (১৬.৩০ কোটি) ও সূর্যকুমার যাদবের (১৬.৩৫ কোটি) সঙ্গেই তিলককে (৮ কোটি) ধরে রাখল।  

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link