`কথাবার্তার মাধ্যমে সমাধানের দিন শেষ`, বললেন মোদী
পুলওয়ামা জঙ্গিহানার ঘটনায় সমবেদনা জানিয়েছেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট। ভারতের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করার আশ্বাস দিয়েছেন তিনি।
মোদী বলেন, ""আমি আর প্রেসিডেন্ট মার্কি এই ব্যাপারে সহমত যে সন্ত্রাসবাদ বিশ্ব শান্তির পথে বাধার সৃষ্টি করে।'' তিনি বলেন, "ভারত-আর্জেটিনার মধ্যে সুষ্ঠু কূটনৈতিক সম্পর্কের মাধ্যমে বিশ্বশান্তি, আর্থিক প্রগতি এবং সমৃদ্ধি আনা সম্ভব।''
সোমবার সকালে প্রেসিডেন্ট মার্কির সঙ্গে এক যৌথ সাংবাদিক সম্মেলনে মোদী বলেন, ""পুলওয়ামার নৃশংস জঙ্গিহানার ঘটনা প্রমাণ করে যে, কথাবার্তার মাধ্যমে সমাধানের দিন শেষ। এখন পৃথিবীর সকলে এক সঙ্গে সন্ত্রাসবাদের বিরূদ্ধে গর্জে ওঠার সময় এসেছে। যারা সন্ত্রাসবাদের বিরুদ্ধে পদক্ষেপ করতে ভয় পায়, তারা প্রকৃতপক্ষে সন্ত্রাসবাদকেই মদত দেয়।''
ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের ৭০ বছর পূর্তি উপলক্ষে এসেছেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট। সঙ্গে এসেছেন স্ত্রী জুলিয়ানা এবং মেয়ে আ্যন্টোনিয়া। এসেছেন আর্জেন্টিনার বিশেষ প্রতিনিধি দলও।
রবিবার ৩দিনের সফরে ভারতে এসে পৌঁছন আর্জেন্টিনার প্রেসিডেন্ট মারুসিও মার্কি।