একদিকে `সব বেচে দে`, অন্যদিকে `যমের দুয়ারে সরকার`! হাড্ডাহাড্ডি মর্নিং ওয়াকেই
টি-শার্টে রাজনৈতিক লড়াই। 'বেচে দে'র পাল্টা 'যমের দুয়ারে সরকার'। কয়েকদিন আগেই দেখা গিয়েছিল দিলীপ ঘোষ ইকো পার্কে মর্নিং ওয়াক করার সময় তৃণমূলের নেতাকর্মীরা সব বেচে দে টি-শার্ট পরে জগিং করছেন।
তারই পাল্টা হিসেবে এবার যমের দুয়ারে সরকার লেখা টি-শার্ট পরে ইকো পার্কে এলেন বিজেপি কর্মীরা।
"সব বেচে দে'র পাল্টা এবার "যমের দুয়ারে সরকার'। টি শার্টেও সরগরম রাজনৈতিক তরজা। কয়েকদিন আগেই দিলীপ ঘোষের মর্নিং ওয়াক চলাকালীন "সব বেচে দে' লেখা টি শার্ট পরে সেখানেই জগিং করেন তৃণমূল কর্মীরা। তবে আজ ইকো পার্কে দেখা গেল অন্য ছবি। মর্নিং ওয়াক করছেন বিজেপি রাজ্য সভাপতি। আর "যাওয়ার আগে সব বেচে দে' , "যমের দুয়ারে সরকার' লেখা টি শার্ট পরে দাঁড়িয়ে আছেন বিজেপি কর্মীরা ।
বিজেপির থেকে এখন তৃণমূলেই চমক বেশি। প্রতিদিন কিছু না কিছু ঘটছে। তবে মেদিনীপুরে বিজেপির সভাতে বড় চমক অপেক্ষা করছে। ইকো পার্কে মর্নিং ওয়াকে গিয়ে বললেন দিলীপ ঘোষ।