বাংলা জায়গা দেবে, অসমে পঞ্চায়েত ভোটের প্রচারে আশ্বাস সিদ্দিকুল্লার

Sun, 02 Dec 2018-10:02 pm,

কমলিকা সেনগুপ্ত: অসমের পঞ্চায়েত নির্বাচনে প্রার্থী দেওয়ার কথা ঘোষণা করেছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মতোই অসমে প্রার্থী দিয়েছে ঘাসফুল শিবির। আর সেই প্রার্থীদের জন্য অসমে প্রচার করে এলেন তৃণমূল নেতৃত্ব। 

 

রবিবার অসমের তিনটি জায়গায় জনসভা করে তৃণমূল। আর তিনটি জায়গাতেই উপচে পড়া ভিড়।

তৃণমূলের সভায় এদিন ভিড় জমিয়েছেন বাঙালিরাই। ছিলেন তৃণমূল সাংসদ শতাব্দী রায় ও মমতাবালা ঠাকুর এবং রাজ্যের মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী। 

শতাব্দী রায় বলেন,''মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের পাশে আছেন। বাংলায় অনেক উন্নয়ন হয়েছেন। এখানে আমাদের কাজ করার সুযোগ দিন''। 

 

রাজ্যের মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরীর বক্তব্য,''নাগরিকপঞ্জি নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। বাংলা পাশে রয়েছে। বাংলা আপনাদের জায়গা দেবে। আমরা দিদির বার্তা নিয়ে এসেছি''। 

অসমে ১৩টি জেলা পরিষদের আসনে প্রার্থী দিয়েছে তৃণমূল। লড়াই করছে ৯টি জেলায়। এদিন তৃণমূলের সভায় ভিড়ের ছবি বেশ তাত্পর্যপূর্ণ। 

নাগরিকপঞ্জি নিয়ে অসমের বাঙালিদের মধ্যে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এই প্রেক্ষাপটে লোকসভা ভোটের আগে সর্বানন্দ সোনওয়ালের রাজ্যে নিজেদের সংগঠন বাড়াতে চাইছে তৃণমূল। প্রথম থেকেই নাগরিকপঞ্জির বিরোধিতায় সরব ছিলেন তৃণমূল নেত্রী। এমনকি শিলচরে প্রতিনিধিও পাঠিয়েছিলেন। 

প্রসঙ্গত, অসমের ১৬টি জেলায় পঞ্চায়েতের ভোটগ্রহণ হচ্ছে দুটি পর্যায়ে। প্রথম পর্যায়ে ৫ ডিসেম্বর, দ্বিতীয় তথা শেষ পর্যায় ৯ ডিসেম্বর। ফলপ্রকাশ হতে চলেছে ১২ ডিসেম্বর। 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link