Becharam Manna | R G Kar Incident: `আরজি কর-কাণ্ডে উত্‍সব বয়কট করে পুজোয় চিকেন ললিপপ খাচ্ছে...` বিস্ফোরক বেচারাম মান্না...

Sun, 10 Nov 2024-5:21 pm,

বিধান সরকার: চন্দন নগরের সাথে দেবী হৈমন্তিকার আরাধনায় মেতেছে রাজ্য। আজ মহা নবমী। দিকে দিকে চলছে শক্তি স্বরূপা জগদ্ধাত্রীর আরাধনা। 

 

নবমী উপলক্ষে সিঙ্গুরের রতনপুরে উদয় সংঘ ক্লাবের ৫০তম বর্ষের জগদ্ধাত্রী পুজোয় কুমারী পুজো অনুষ্ঠিত হয় আজ। ছেলে দেবদূত মান্নার মন্ত্র উচ্চারণে কুমারী পুজো করলেন মন্ত্রী ও বিধায়ক। 

 

সংকল্প করে অঞ্জলি দিলেন কুমারীর চরণে। কুমারী পুজোর প্রথমে রজনী গন্ধা, বেলপাতা ,জবার মালা পরিয়ে দেন মন্ত্রী বেচারাম মান্না । 

 

এরপর কুমারীর চরণে বসে ছেলের মন্ত্র উচ্চারনে পুষ্পাঞ্জলি দেন মন্ত্রী বেচারাম মান্না ও বিধায়ক করবী মান্না। পুজো শেষে কুমারীকে মিষ্টান্ন খাইয়ে প্রণাম করেন মন্ত্রী ও বিধায়ক।

 

পুজোর পরেই ফের বিতর্কিত মন্তব্য করে বসলেন বেচারাম মান্না। তিনি বলেন, 'গ্রামে বিপ্লব করে উত্‍সবে থাকব না বলে অনেকেই শ্বশুরবাড়িতে গিয়ে দুর্গাপুজোর প্যান্ডেলে বসেছে, নেচেছে। তাও দেখেছি '

 

"অনেকেই বলেছিল উৎসবে সামিল হব না,  দুর্গাপুজোর প্যান্ডেলের পাশে আমরা তাদের চিকেন ললিপপ খেতে দেখেছি", জগদ্ধাত্রী পুজোর নবমীতে কুমারী পুজো করে ফের বিতর্কিত মন্তব্য রাজ্যের মন্ত্রী বেচারাম মান্নার। 

 

তিনি বলেন, 'আরজিকরের এই ঘটনা মর্মান্তিক, ক্ষমার অযোগ্য। আমরাও চাইছি দ্রুত বিচার হোক। তবে এই ঘটনাকে কেন্দ্র করে যে বিশৃঙ্খলা তা মানুষ বরদাস্ত করবে না'। 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link