বিজ্ঞাপনে প্রধানমন্ত্রীর পাশে নাম! মানহানির অভিযোগ দায়ের তৃণমূল বিধায়কের
কমলিকা সেনগুপ্ত: ফালাকাটা-সলসলাবাড়ি ৪ লেনের জাতীয় সড়কের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। ওই সভার পর পুলিসের দ্বারস্থ হলেন স্থানীয় বিধায়ক।
প্রধানমন্ত্রীর সভার পর জলপাইগুড়ির কোতোয়ালি থানায় অভিযোগ দায়ের করলেন তৃণমূলের বিধায়ক সৌরভ চক্রবর্তী। অভিযোগ, বিনা অনুমতিতে নাম তাঁর নাম ব্যবহার করা হয়েছে।
ময়নাগুড়িতে ফালাকাটা-সলসলাবাড়ি চার লেনের জাতীয় সড়কের উদ্বোধন করেন নরেন্দ্র মোদী। ওই উদ্বোধনী অনুষ্ঠানের বিজ্ঞাপন দেওয়া হয়েছিল একটি দৈনিকে। সেখানে স্থানীয় বিধায়ক উপস্থিত থাকবেন জানানো হয়েছিল বলে দাবি সৌরভ চক্রবর্তীর।
অভিযোগপত্রে সৌরভ চক্রবর্তী লিখেছেন, তাঁর অনুমতি না নিয়েই নাম ছাপানো হয়েছিল। এমনকি তাঁকে প্রধানমন্ত্রীর দফতর বা জাতীয় সড়ক কর্তৃপক্ষের তরফে অবগত করা হয়নি।
সৌরভ চক্রবর্তীর দাবি, সাধারণ মানুষের কাছে প্রধানমন্ত্রীর ভাবমূর্তি গ্রহণযোগ্য নয়। সে কারণে তাঁর নাম থাকায় মানহানি হয়েছে বলে মনে করেন তৃণমূল বিধায়ক।
অভিযোগটি খতিয়ে দেখে যথাযথ পদক্ষেপ করার দাবি করেছেন সৌরভ চক্রবর্তী। তৃণমূল বিধায়কের অভিযোগের প্রেক্ষিতে প্রধানমন্ত্রীর দফতর বা জাতীয় সড়ক কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হয়নি। ফলে তাদের বক্তব্য মেলেনি।
এদিন মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেন, ওই সড়কটি জমি জটে ঝুলে ছিল। অন্তত ৫০টি বৈঠক করে বিষয়টি নিষ্পত্তি করেন তিনি। এখন তার কৃতিত্ব নিচ্ছেন মোদী।