`নতুন বিধায়ক তৈরি হয়েছে, খুব ভাল`, ফোঁস করলেন আর এক TMC MLA
নিজস্ব প্রতিবেদন: শুভেন্দু মন্ত্রিত্ব ছাড়ার পর ফেসবুকে ক্ষোভ উগরে দিলেন আর এক বিধায়ক। তিনি ডায়মন্ড হারবারারে সাংসদ দীপককুমার হালদার। একটি ফেসবুক পোস্টে বিতর্ক উস্কে দিয়েছেন বিধায়ক নিজেই।
ফেসবুকে দীপককুমার লিখেছেন,''বারবার সংবাদ শিরোনাম দেখে নিশ্চিত হলাম যে ডায়মন্ড হারবার বিধানসভায় নতুন বিধায়ক তৈরী হয়েছেন। খুব ভালো। বিধায়ক মহাশয় চালিয়ে যান। ডায়মন্ড হারবাবের গণদেবতারা সব দেখছেন, ঠিক সময়ে উত্তর পেয়ে যাবেন।'' (বানান ও বাক্যগঠন অসম্পাদিত)
শুভেন্দু অধিকারীর অনুগামী হিসেবে পরিচিত দীপককুমার হালদার। ফেসবুকে কারও নাম না করে ক্ষোভ উগরে দেওয়ায় স্বাভাবিকভাবে উঠছে প্রশ্ন। সাংবাদিকদের প্রশ্ন তিনি বলেন,''যা বলার ফেসবুকে লিখেছি। মানুষ সব জানেন।''শুভেন্দু অধিকারী নিয়ে দীপককুমারের সংক্ষিপ্ত প্রতিক্রিয়া,''এটা দুঃখজনক ঘটনা।
কিন্তু তাঁর কেন্দ্রে 'নতুন বিধায়ক' কে? দীপক হালদারের ঘনিষ্ঠমহলের দাবি, বেশ কয়েক বছর ধরে বিভিন্ন অনুষ্ঠানে ডাক পান না বিধায়ক। এনিয়ে জেলা তৃণমূল নেতৃত্বের প্রতিক্রিয়া আসেনি। প্রতিক্রিয়া আসলেই তা প্রতিবেদনের সঙ্গে যোগ করে দেওয়া হবে।
গতকাল, শুক্রবার বারাকপুরের বিধায়ক শীলভদ্র দত্ত মন্তব্য করেছিলেন,''আমি শুভেন্দুর ফ্যান। যা করেছে একেবারে ঠিক।''