বানভাসি ঘাটালের পাশে, খালি পায়ে কাদার মধ্যেই গ্রামবাসীদের সঙ্গে কথা Dev-র

Wed, 04 Aug 2021-9:25 pm,

ঘাটালের প্লাবিত এলাকা পরিদর্শনে হাজির সাংসদ, অভিনেতা দেব। নৌকায় চড়েই বানভাসি দুর্গতদের কাছে পৌছে গেলেন ঘাটালের সাংসদ। দিলেন পাশে থাকার আশ্বাস। 

মঙ্গলবার নৌকায় করে প্লাবিত এলাকা ঘুরে দেখা পাশাপাশি দুর্গতদের পরিবারের হাতে সাহায্যেও তুলে দিলেন তিনি। বিলি করলেন ত্রাণ সামগ্রী। বন্যা দুর্গতদের সঙ্গে কথা বলেন তিনি। প্রশাসন যে সব রকম ভাবে তাঁদের পাশে রয়েছে, সেই আশ্বাসও দেন তিনি।  

এদিন দুপুরে দেব পৌঁছে যান ঘাটাল মহকুমাশাসকের দফতরে। সেখানেই প্রশাসনিক কর্তাদের কাছ থেকে পরিস্থিতির খোঁজ নেন তিনি। প্রসঙ্গত, কিছুদিন আগে ঘাটাল মহকুমাশাসকের দফতরও ছিল জলমগ্ন, তবে এই মুহূর্তে সেখান থেকে অবশ্য জল নেমে গিয়েছে। 

এদিন দ্বিধা না করে কাদার মধ্যে খালি পায়েই গ্রামবাসীদের কাছে পৌঁছে যেতে দেখা যায় সাংসদ দীপক অধিকারীকে। এদিন দেব বলেন, ''বিরোধীদের অনেকেই বলেছিলেন সোনার বাংলা বানাব, তবে ভোট মিটে যাওয়ার পর আর তাঁদের দেখা নেই। ''

 

বারবার বন্যায় ক্ষতিগ্রস্ত ঘাটালের মানুষের দাবি ছিল ঘাটাল মাস্টার প্ল্যান। এদিন সেবিষয়ে অভিনেতা-সাংসদ বলেন, ''মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন না প্রধানমন্ত্রী হবে, ততদিন ঘাটাল মাস্টার প্ল্যান কার্যকর হবে না। ঘাটাল মাস্টার প্ল্যান পাস করতে হলে, মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রধানমন্ত্রী করতে হবে।'' 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link