তৃণমূল, সিপিএম ও কংগ্রেসের নির্বাচিত জনপ্রতিনিধিদের টেনে `ট্রেলার` মুকুলের
তৃণমূল নেত্রী যখন প্রার্থী তালিকা ঘোষণা করছেন, ঠিক তখনই দিল্লিতে কংগ্রেস, সিপিএম ও তৃণমূলে ভাঙন ধরালেন মুকুল রায়।
বিজেপিতে যোগদান করলেন বোলপুরের সাংসদ অনুপম হাজরা।
তৃণমূলের সঙ্গে দীর্ঘদিন ধরে বনিবনা হচ্ছিল না অনুপম হাজরার। অতিসম্প্রতি অনুপমের বন্ধু বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ বিজেপিতে যোগ দেন। তারপরই অনুপমকে সাসপেন্ড করে তৃণমূল। তিনি বিজেপিতে যোগদান করতে পারেন বলে জল্পনা চলছিল।
বাগদার কংগ্রেস বিধায়ক দুলালচন্দ্র ভর যোগ দিলেন বিজেপিতে।
তবে খগেন মূর্মূকে দলে টেনে মাস্টার স্ট্রোক দিয়েছেন মুকুল রায়। তিন বারের বিধায়ক খগেন মূর্মূ যোগ দিলেন গেরুয়া শিবিরে। ২০১৬ সালে হবিবপুর বিধানসভা কেন্দ্রে জিতেছিলেন তিনি।
মুকুল রায়ের কথায়, ''এটা তো ট্রেলার। পুরো ফিল্ম আসতে আসতে তৃণমূল ফিনিস হয়ে যাবে''।