`মমতার সাথে মেদিনীপুর`, সভার আগে মেদিনীপুরে মহামিছিল তৃণমূলের
নিজস্ব প্রতিবেদন : হাতে গুনে আর দিন সাতেক বাদেই মেদিনীপুর শহরের কলিজিয়েট মাঠে সভা করবেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।
তার আগে এদিন 'মমতার সাথে মেদিনীপুর' ব্যানারে শহরে মহামিছিল করল তৃণমূল কংগ্রেস। এদিনের মিছিলে পা মেলালেন জেলা তৃণমূলের নেতা, কর্মীরা।
শুভেন্দু অধিকারী মন্ত্রিত্ব থেকে ইস্তফা দেওয়ার পরই জেলা সফরের কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। ৭ তারিখ মেদিনীপুরে সভার মধ্য দিয়ে শুরু হচ্ছে সেই জেলা সফর।
এই সভা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মত রাজনৈতিক মহলের। এই গুরুত্বপূর্ণ সভার আগে প্রস্তুতিতে কোনও খামতি রাখতে চাইছে না জেলা তৃণমূল নেতৃত্ব।
সোমবার বিকেলে রণ-পা, ব্যান্ড , টোটো সহযোগে মেদিনীপুর শহরে রিং রোড পরিক্রমা করে এই মিছিল। এদিনের মিছিলকে ঘিরে দলীয় কর্মীদের উৎসাহ ছিল চোখে পড়ার মত।