শুভেন্দুর গড়ে তৃণমূলের মিছিল, এলাকা ছয়লাপ নেত্রীর পোস্টার ও পতাকায়
মৌমিতা চক্রবর্তী : শুভেন্দুর গড়ে তৃণমূলের মিছিল। আর সেই মিছিল ঘিরেই উত্তেজনা তুঙ্গে। মিছিল উপলক্ষে গোটা এলাকা ছয়লাপ তৃণমূলের পতাকা আর বাংলার গর্ব মমতার পোস্টারে। এদিন হলদিয়ায় ক্যামেরাবন্দি হল এমনই ছবি।
শুভেন্দু অধিকারী মন্ত্রিত্ব ছাড়ার দুদিনের মাথায় আজ হলদিয়ায় মিছিল করবেন দমকলমন্ত্রী সুজিত বসু। আর তার আগেই দেখা গেল, গোটা এলাকা কার্যত মুড়ে ফেলা হয়েছে তৃণমূলের দলীয় পতাকা, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাটআউটে।
শুভেন্দুর গড়ে মিছিল করে কড়া বার্তা দিতেই কি এই উদ্যোগ? রাজনৈতিক মহলে উঠছে প্রশ্ন। প্রসঙ্গত, মন্ত্রিত্ব ছাড়ার পর আজ প্রথম সভা করবেন শুভেন্দু অধিকারীও। মহিষাদলে অরাজনৈতিক ব্যানারে সভা করবেন তিনি। সেই সভা থেকে কী বার্তা দেন শুভেন্দু? সেদিক নজর রয়েছে সবার।
এদিকে হলদিয়ায় সুজিত বসুর নেতৃত্বে মিছিল উপলক্ষ্যেও ভিড় জমিয়েছেন তৃণমূল কর্মী-সমর্থকরা। তাঁদের কথায়, "দলে শুভেন্দু অধিকারীর থাকা-না থাকাটা খুব একটা এফেক্টিভ হবে না। কারণ আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে তৃণমূল করি। হলদিয়ার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখেই ভোট দেন। গত ৬ মাস ধরে দলের কোনও কর্মসূচিতে দেখা যায়নি শুভেন্দু অধিকারীকে। আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বেই আন্দোলন করছি।"
অন্য়দিকে ভোটব্যাঙ্ক যে সাধারণ মানুষ, তাঁদের স্পষ্ট কথা, "যাঁরা ভালো কাজ করবেন, তাঁরাই ভোট পাবেন। তাঁরাই থাকবেন। তবে হ্যাঁ, হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে।"