TMC Sahid Divas: চব্বিশে আগে শেষ একুশে উপছে পড়ল ভিড়, জনপ্লাবন!
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: চব্বিশের আগে শেষ একুশে জুলাই। পঞ্চায়েত ভোটে বিজয়ের পর উদ্দীপনা ছিল তুঙ্গে। আর সেই উদ্দীপনার ঢেউ আছড়ে পড়ল একুশের ভিড়ে।
তৃণমূলের শহিদ দিবসে একুশে জুলাইয়ের সমাবেশে এদিন ছিল উপছে ভিড়। যেদিকে চোখ যায় শুধু-ই কালো মাথার সারি। রাজ্যের বিভিন্ন জেলা থেকে কাতারে কাতারে কর্মী-সমর্থকরা এদিনের সমাবেশে আসেন।
এদিন একুশের মঞ্চ থেকে অভিষেক হুঙ্কার দেন, আগামীদিনে বাংলার মানুষ দিল্লি গিয়ে নিজের অধিকার ছিনিয়ে আনবে। গান্ধী জয়ন্তীতে দিল্লি অভিযানের কথা ঘোষণা করেন তিনি। একইসঙ্গে আগামী ৫ অগাস্ট শনিবার বিজেপির নেতাদের বাড়ি ঘেরাও কর্মসূচির কথাও ঘোষণা করেন। সকাল ১০টা থেকে সন্ধে ৬টা পর্যন্ত, ৮ ঘণ্টা গণঘেরাওয়ের কর্মসূচি।
অভিষেক আরও বলেন, ২০২১-এর বিধানসভা নির্বাচনে তৃণমূল ৪৮ শতাংশ ভোট পেয়েছিল আর বিজেপি পেয়েছিল ৩৮ শতাংশ। ব্যবধান ছিল ১০ শতাংশের। এবার পঞ্চায়েতে সেই ব্যবধান বেড়ে হয়েছে ৩০ শতাংশ। পঞ্চায়েতে তৃণমূল ৫২ শতাংশ ভোট পেয়েছে। ভারতীয় জুমলা পার্টি ২২ শতাংশ ভোট পেয়েছে।
ওদিকে এদিন একুশের মঞ্চ থেকেই চব্বিশে দিল্লিতে পরিবর্তনের আরও জোরালো আওয়াজ তোলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। বলেন, 'এবার যা কিছু আন্দোলন হবে, সবটাই হবে জিতেগা ভারত এই ব্যানারে। ইন্ডিয়া লড়বে, পাশে তৃণমূল সৈনিকের মত দাঁড়িয়ে থাকবে। আমরা চেয়ারকে কেয়ার করি না। কোনও চেয়ার আমাদের দরকার নেই।'
বলেন, আমাদের লক্ষ্য দেশ থেকে বিজেপিকে হঠানো। ঘরে ঘরে একটাই ডাক, মোদী হঠাও। ২৪-এ জন্ম হবে নতুন ইন্ডিয়ার।' পাশাপাশি, মমতা এদিন একটি নতুন কর্মসংস্থান প্রকল্প ঘোষণা করেন। বলেন, 'বাংলা নিজেই এবার ১০০ দিনের কাজ করাবে। বাংলার সরকারের টাকাতেই হবে। যার নাম 'খেলা হবে।'