পদ্মাসনে (BJP) অভিষেক Suvendu-র, জেলায় জেলায় বিক্ষোভ TMC কর্মীদের

Sat, 19 Dec 2020-11:09 pm,

নিজস্ব প্রতিবেদন: ২১ বছরের সম্পর্কের ইতি। ভোটের মুখে BJP-তে যোগ দিলেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। দল ভাঙিয়ে নিয়ে গেলেন আরও বেশ কয়েকজন বিধায়ক, এমনকী সাংসদকেও। এতদিন যাঁকে দলের নেতা বলে মেনেছেন, সেই শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) বিরুদ্ধে এবার জেলায় জেলায় বিক্ষোভ দেখালেন TMC কর্মী-সমর্থকরা। ছিঁড়ে ফেলা হল পোস্টার-ব্যানার, পুড়ল কুশপুতুলও। বাদ গেল না  শুভেন্দুকে 'মীরজাফর' অ্যাখ্যা দিয়ে ব্যানারও!

 

BJP-তে যোগ দেওয়ার পরই তাঁর খাসতালুক হলদিয়ায় (Haldia) শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) সমস্ত ব্যানার-ফেসটুন ছিঁড়ে ফেলেন TMC কর্মীরা। শহরের বিভিন্ন এলাকায়  শুরু হয়ে যায় বিক্ষোভ। পোড়ানো হয় প্রাক্তন পরিবহণমন্ত্রীর কুশপুতুল।

 

শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) বিরুদ্ধে হুগলির কোন্নগরে বিক্ষোভ দেখান TMC কর্মী সমর্থকরা। শহরের জোরাপুকুর এলাকায় 'মীরজাফর' অ্যাখ্যা দিয়ে টাঙানো হয় ব্যানার।

 

মেদিনীপুর শহরের যখন অমিত শাহের (Amit Shah) উপস্থিতিতে BJP-তে দিচ্ছেন শুভেন্দু (Suvendu Adhikari), তখন পশ্চিম মেদিনীপুরের দাসপুরের গোবিন্দনগরে 'দাদার অনুগামী' পোস্টার ও ফ্লেক্স পুড়িয়ে দেন স্থানীয় TMC কর্মীরা। বর ওঠে 'হরি বল'। 

 

'বিশ্বাসঘাতক নয়, দিদির সাথে আছি।' ঝাড়গ্রাম শহরে এদিন সন্ধ্যায় বাইক মিছিল করেন TMC-র ছাত্র ও যুব সংগঠনের কর্মীরা।

 

একই ছবি হাওড়ায় উলুবেড়িয়ায়ও। জায়গায় জায়গায় দলত্যাগী নেতার বিরুদ্ধে সোচ্চার হন TMC কর্মীরা। বিধায়ক ইদ্রিস আলি (Idris Ali) বলেন, CBI-র হাত থেকে বাঁচতে BJP-তে যোগ দিয়েছেন শুভেন্দু (Suvendu Adhikari)। 

 

পূর্ব বর্ধমানের বামগ্রামেও শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) কুশপুতুল পোড়ান TMC কর্মীরা। উল্লেখ্য, শুভেন্দুর সঙ্গে BJP-তে যোগ দিয়েছেন এই জেলার দুই বিধায়ক ও এক সাংসদও।

 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link