ব্লকে ব্লকে NRC-র কুপ্রভাব নিয়ে প্রচারে নামছে তৃণমূল, পরামর্শ পিকে-র

Thu, 07 Nov 2019-9:00 pm,

কমলিকা সেনগুপ্ত : সামনে ৩টি বিধানসভার উপনির্বাচন। তার আগে NRC ইস্যুকেই হাতিয়ার করেই প্রচারে নামছে তৃণমূল কংগ্রেস।

বিধায়কদের সঙ্গে বৈঠকে বুথস্তরে NRC বিরোধিতার প্রচারের নির্দেশ দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। NRC -র কু প্রভাব  নিয়ে ব্লকে ব্লকে জোরদার প্রচার চালাতে নির্দেশ দিয়েছেন প্রশান্ত কিশোরও।

 

অসমে NRC -র পর কী পরিস্থিতি দাঁড়িয়েছে, বুথস্তর পর্যন্ত তা প্রচার করতে পরামর্শ দিয়েছেন তিনি। দলীয় সূত্রে খবর, ১২ নভেম্বরের পর এনআরসি বিরোধিতায় ব্লকে ব্লকে মিছিল করবে তৃণমূল।

পাশাপাশি তফসিলি জাতি-উপজাতি ইস্যু নিয়েও এদিনের বৈঠকে বিস্তারিত আলোচনা হয়। তফসিলি জাতি-উপজাতির উন্নয়নে রাজ্য কী করছে বুথস্তর পর্যন্ত তা প্রচারের নির্দেশ দেওয়া হয়।

 

একই সঙ্গে রাজ্যের  তফসিলি জাতি-উপজাতি সম্প্রদায়ের মানুষ কী চাইছে, তাও টিম পিকেকে জানাতে বলা হয়েছে। এই বিষয়ে দায়িত্ব বাড়তে পারে বিনয় কৃষ্ণ বর্মণের।

 

এত উন্নয়ের পরেও জনসংযোগ কেন কমছে, তা নিয়ে এদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নের মুখে পড়েন বিধায়করা। ২০২০-তে পুরনির্বাচন। তারপর একুশে বিধানসভা। বিজেপিকে টেক্কা দিয়ে লড়াই জিততে জোর দিতে বলেন জনসংযোগে।

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link