Metro Services On chhath Puja: ছটে কলকাতায় কেমন চলবে মেট্রো? জেনে নিন, কখন চলবে ফার্স্ট ট্রেন, লাস্ট ট্রেন এবং স্পেশাল নাইট ট্রেন...

Soumitra Sen Wed, 06 Nov 2024-4:01 pm,

কলকাতা মেট্রো ছটে বৃহস্পতিবার ব্লু লাইনে আপ-ডাউন মিলিয়ে ২৮৮টির বদলে ২৩৬টি ট্রেন চালাবে।  

ব্লু লাইনে সকাল ৬টা ৫০ মিনিটে দমদম টু কবি সুভাষ এবং কবি সুভাষ টু দক্ষিণেশ্বর, সকাল ৬টা ৫৫ মিনিটে দমদম টু দক্ষিণেশ্বর, ৭টায় দক্ষিণেশ্বর টু কবি সুভাষ।  

ব্লু লাইনে  রাত ৯.২৮ দক্ষিণেশ্বর টু কবি সুভাষ, রাত সাড়ে নটায়, কবি সুভাষ টু দক্ষিণেশ্বর, রাত নটা ৪০ মিনিটে দমদম টু কবি সুভাষ এবং কবি সুভাষ টু দমদম। 

ব্লু লাইনেই স্পেশাল নাইট মেট্রো সার্ভিস মিলবে কবি সুভাষ এবং দমদম থেকে রাত ১০টা ৪০ মিনিটে, যেমন রোজ চলে।

গ্রিন লাইন-১ য়ে ৯০ টি সার্ভিস মিলবে। সকাল ৬টা ৫৫ থেকে যথারীতি। শিয়ালদা টু সল্টলেক সেক্টর ফাইভ এবং সল্টলেক সেক্টর ফাইভ টু শিয়ালদা। 

এই লাইনে রাত ৯টা ৩৫ মিনিটে চলবে শিয়ালদা টু সল্টলেক সেক্টর ফাইভ এবং রাত ৯টা ৪০ মিনিটে চলবে সল্টলেক সেক্টর ফাইভ টু শিয়ালদা। এছাড়া গ্রিন লাইন-২, পার্পল লাইন এবং অরেঞ্জ লাইনে সার্ভিস স্বাভাবিক থাকবে।   

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link