সিপিএমের অতিরিক্ত কংগ্রেস প্রীতির অভিযোগ, ভাঙতে পারে বামফ্রন্ট
২০১৯এ বাংলায় সিপিএম-কংগ্রেস জোট? রাজনৈতিক মহলে এই জল্পনা এখন তুঙ্গে। কী বলছে সিপিএম নেতৃত্ব?
বামনেতা ক্ষিতি গোস্বামীর কথায়, “বাংলায় কংগ্রেসের হাত ধরার প্রয়োজন নেই। আমরা বামফ্রন্ট গত ভাবেই লড়তে আগ্রহী।”
অন্যদিকে, সিপিআই স্বপন বন্দ্যোপাধ্যায় বলেন, “আমরা আমাদের তিনটি আসন ছাড়বনা। কংগ্রেসকে বামফ্রন্টের সঙ্গে বৈঠক করতে হবে। একা সিপিএমের সঙ্গে নয়।”
কংগ্রেসের সঙ্গে সম্পর্ক নিয়ে ২০১৯ এর লোকসভা ভোটে কী অবস্থানই বা হওয়া উচিত রাজ্য সিপিএমের? তা নিয়ে বাম অন্দরেই জল্পনা।
লোকসভা ভোটে রাজ্য দল কৌশলগত বা বাস্তবচিত কোন পথে হাঁটবে, তা ঠিক করতে বৃহস্পতিবার বিকাল চারটেয় বামফ্রন্টের বৈঠক।
চার বাম দল জোট নিয়ে এদিনের বৈঠকে আলিমুদ্দিনে আলোচনায় বসবে।