রাশি ফল: কেমন যাবে আজকের দিন জেনে নিন
মেষ- দাদার মতো 'কামব্যাক' করতে পারেন আজ। প্রিয়জনের আপনার সঙ্গে অনেকক্ষণ ধরে মনের কথা শেয়ার করতে পারে। সঙ্গ দিন প্রিয় জনের। সম্পর্কের মোড় ঘুরে যেতে পারে।
বৃষ- চিন্তা ভাবনা করে কাজ করুন। যে কোনও কাজে আজ সাবধানে পা ফেলুন। ধন লাভের আশা আছে। পরিবারের সঙ্গে মিল হতে পারে আপনার।
মিথুন- আজ যা মন চায় সেটাই করুন। পরিবারে শুভ কাজ নিশ্চিন্তে সম্পন্ন করা যেতে পারে। ব্যবসায় আজ অনেক সমস্যা সমাধান হবে। অন্যান্য সমাস্যা থেকেও নিস্তার পেতে পারেন আজ।
কর্কট- পূর্ব পরকল্পিত কাজ কারওর সাহাস্যে হাসিল হয়ে যেতে পারে। ভাই কিংবা বন্ধুর কাছে সাহায্য পাবেন। যে কোনও কাজে একটু বেশি সংবেদনশীল হতে পারেন আপনি।
সিংহ- ভাগ্য আজ ভাল যেতে পারে। কারওর কাছে গচ্ছিত টাকা আজ আপনার পকেটে আসার সম্ভবনা রয়েছে। ব্যবসায় লক্ষ্মী লাভের সম্ভবনা রয়েছে। আপনি যে ভাবে কাজ করেন, আজ প্রশংসিত হতে পারেন।
কন্যা- কন্যা রাশিদের জন্য আজকের দিন দারুণ। আশপাশের মানুষজনের কাছ থেকে প্রশংসা কুড়োতে পারেন। নতুন কাজ আসার যোগ রয়েছে। তবে, কাউকে মনে কথা বলার আগে ভাবনাচিন্তা করে নেবেন।
তুলা- সন্তানের উপর বাড়তি নজর রাখুন। নতুন কন্ট্রাক্ট আসার সম্ভবনা রয়েছে। আজ যা কাজ রয়েছে তাড়াতাড়ি করে ফেলার চেষ্টা করুন। ব্যবসার ক্ষেত্রে গতি আসতে পারে।
বৃশ্চিক- কোনও কাজের দায়িত্ব আপনার কাঁধে থাকলে, একটু সতর্ক থাকুন। অন্যের কথা শুনে কাজ করবেন না। ভুল হওয়ার সম্ভাবনা থাকতে পারে।
ধনু- ভেঙে যাওয়া সম্পর্ক জুড়ে যেতে পারে আজ। যে কোনও সাহায্য মিলবে। অর্থকড়ির দিক দিয়ে কিছু সুবিধা হতে পারে আজ।
মকর- বড় কাজ ফয়সলা হয়ে যেতে পারে আজ। পুরনো বন্ধুর সঙ্গে নতুন করে সম্পর্ক তৈরি হতে পারে। বুক ভরে আত্মবিশ্বাস পাবেন আজ।
কুম্ভ- আজ অনেক কাজ সহজে হয়ে যাওয়ার সম্ভবনা রয়েছে। পরিবার খুশি থাকবে। হাত খরচ বেশি হতে পারে। সাবধানে থাকুন। কাজের পরিমাণ বেশি থাকবে।
মীন- সমস্যা সমাধান হতে পারে আজ। বিরক্তকর মানুষের থেকে দূরে থাকবেন। নিজের বুদ্ধির জোরে শত্রুকে বাগে আনতে পারেন।