মধ্যপ্রদেশ, ছত্তীসগঢ় ও রাজস্থানে ভরাডুবি বিজেপির, আভাস টুডেজ চাণক্যের সমীক্ষায়

Fri, 07 Dec 2018-10:56 pm,

২০১৪ সালের লোকসভা ভোটে অভ্রান্ত বুথফেরত সমীক্ষা করে শিরোনামে উঠে এসেছিল টুডেজ চাণক্য। বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা পেতে চলেছে বলে ইঙ্গিত দিয়েছিল তারা। সেই টু়ডেজ চাণক্য এবার মধ্যপ্রদেশ, ছত্তীসগঢ় ও রাজস্থানের বুথফেরত সমীক্ষা প্রকাশ করল। 

প্রতিটি সমীক্ষাই রাজস্থানে বিজেপির ভরাডুবির ইঙ্গিত দিচ্ছে। তার অন্যথা হল না টুডেজ চাণক্যের সমীক্ষাতেও। তাদের বুথ ফেরত সমীক্ষা বলছে, কংগ্রেস ১২৩ (+/-১২), বিজেপি ৬৮ (+/-১২) ও অন্যান্য ৮ (+/-৫)। 

 

টুডেজ চাণক্যের সমীক্ষা বলছে, কংগ্রেস ১২৫ (+/-১২), বিজেপি ১০৩ (+/-১২) ও অন্যান্য ২ (+/-৫)। অর্থাত্ ১৫ বছর পর মধ্যপ্রদেশের ক্ষমতায় ফিরতে পারে রাহুল গান্ধীর দল। 

ছত্তীসগঢ়েও কংগ্রেসি রাজ ফেরার ইঙ্গিত দিল টুডেজ চাণক্যের বুথ ফেরত সমীক্ষা। তাদের মতে, কংগ্রেস ৫০ (+/-৮), বিজেপি ৩৬ (+/-৮) ও অন্যান্য ৪ (+/-৩)।

জি মিডিয়ার মহা এক্সিট পোলের সমীক্ষা বলছে, রাজস্থানে ক্ষমতা হারাচ্ছে বিজেপি। তবে মধ্যপ্রদেশ ও ছত্তীসগঢ়ে হতে চলেছে হাড্ডাহাড্ডি লড়াই। কিন্তু টুডেজ চাণক্যের সমীক্ষা মিলে গেলে তিনটি রাজ্যের ক্ষমতা থেকেই বিদায় নিচ্ছে বিজেপি। সেক্ষেত্রে লোকসভা ভোটের আগে বড়সড় ধাক্কা খাবে মোদী-শাহ জুটি।

বিজেপি পেতে চলেছে ৪২টি আসন। ৪৩টি আসন পেয়ে বৃহত্তম দল হতে চলেছে কংগ্রেস। দুটি দলের কেউই পাচ্ছে না একক সংখ্যাগরিষ্ঠতা। সেক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারেন মায়াবতী-অজিত যোগী। কিংমেকার হতে পারে এই জুটি। 

১০৯টি আসন পেয়ে সরকার গঠন করতে পারে কংগ্রেস। ৮০টি আসনেই থমকে যাচ্ছে বিজেপি।

বিজেপির ঝুলিতে যাচ্ছে ১১২টি আসন। ১০৯টি আসন পেয়ে ঘাড়ের কাছে নিশ্বাস ফেলছে কংগ্রেস। ১টি বসপার এবং ৮টি অন্যান্য। ফলে একার দমে সরকার গঠন সম্ভব নয়।

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link