Today`s Gold Rate: ফের অনেকটা কমল সোনার দাম! বিয়ের ভরা মরসুমে এ কি লক্ষ্মীরই কৃপা? সঞ্চয়ের জন্যও এখনই ঝাঁপান...
কত কমল সোনার দাম? গতকাল, সোমবার কত ছিল? কলকাতায় গতকাল ২২ ক্যারাট সোনার ১ গ্রামের দাম ছিল ৭,১৫১ টাকা। আর আজ, সেটা কমে দাঁড়াল ৭০৯১.৫০ টাকা! এক দিনের মধ্যে ৬০ টাকা কম, মানে, ১০ গ্রামের হিসেবে সেটা ৬০০ টাকা! কম নাকি!
কলকাতায় গতকাল ২৪ ক্যারাট সোনার ১ গ্রামের দাম ছিল ৭,৮০১ টাকা। আর আজ, সেটা কমে দাঁড়াল ৭৭৩৬.৫০ টাকা! এক দিনের মধ্যে ৬৫ টাকা কম, মানে, ১০ গ্রামের হিসেবে সেটা ৬৫০ টাকা! কম নাকি!
গত দিনদেশেকের মধ্যে, নভেম্বরের ১৯-২০ তারিখ থেকে সোনার দাম সাতহাজারের ঘরেই থেকেছে। সবচেয়ে কম দাম ছিল ১৯ নভেম্বরে-- ৭০১৩ টাকা! সবচেয়ে বেশি ছিল ২৪ নভেম্বরে ৭,৩১৭ টাকা! এটা ২২ ক্যারাটের হিসেব।
সোনার মূলত দুটি ভাগ। সবচেয়ে বিশুদ্ধ সোনা যেটা, সেটাকে আমরা চিনি ২৪ ক্যারাট সোনা হিসেবে। এই সোনায় সাধারণত বার বা কয়েন হয়ে থাকে।
গয়নার সোনা সাধারণত ২২ ক্যারাটের হয়। বিশুদ্ধ সোনায় খাদ মিশিয়ে সেটাকে গয়নার সোনায় পরিণত করা হয়। সোনায় যত খাদ মেশানো হবে, ক্যারাট তত কমবে। ১৮ বা ১৪ ক্যারাটের সোনাও পাওয়া যায়। হালকা গয়না বা একটু কম দামি ট্রেন্ডি গয়নার জন্য এই মাত্রার ক্যারাটের সোনা ব্যবহৃত হয়।
কতগুলো জিনিস একটু খেয়ালে রাখুন, জেনেও রাখুন। যেমন, সোনা-রুপো কেনার সময়ে দামের সঙ্গে আরও কয়েক শতাংশ (৩ শতাংশ) জিএসটি (GST) যুক্ত হয়। সেটা যোগ হলে কিন্তু প্রতি গ্রাম বা প্রতি ভরি সোনার দাম বেড়ে যাবে। আর একটা কথা হল-- অনেকেই ২৪ ক্যারাটের সোনার কয়েন বা সোনার বার কিনে রাখেন পরে এ থেকে ভাল রিটার্ন পাওয়ার আশায়। যদিও প্রায় প্রতিদিনই ওঠানামা করে সোনার দর। করের পাশাপাশি, আন্তর্জাতিক বাজারের ওঠানামার উপরেও সোনার দাম নির্ভর করে। এ ক্ষেত্রে সেটা মাথায় রাখা দরকার। তবে সঞ্চয় ভালো। সোনার দাম কমলে শুধু বিয়ের উপহার কেন, ভবিষ্যতের কথা ভেবেও তাই কিছু সঞ্চয়ও করে নিতে পারেন। আর সেটার জন্য এই সব দিনই উপযুক্ত।