আজ নবান্ন অভিযান কর্মসূচি, বিজেপি অফিসের সামনে জমায়েত সমর্থকদের
সকাল থেকেই ভিড় বিজেপি পার্টি অফিসের সামনে।
নেতৃত্বে যুব মোর্চার সদ্য দায়িত্বপ্রাপ্ত জাতীয় সভাপতি তেজস্বী সূর্য।
বিজেপির অফিসে রাত থেকেই শুরু হয়েছে থাকা-খাওয়ার ঢালাও আয়োজন।
লক্ষাধিক কর্মী কলকাতায় এসেছে বলেই খবর। বিজেপির রাজ্য দফতর, হেস্টিংস কার্যালয়, হাওড়া ময়দান এবং সাঁতরাগাছি থেকে ৪টি মিছিল বৃহস্পতিবার নবান্নের উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা।
রাজ্য দফতরের মিছিলের নেতৃত্বে থাকবেন সভাপতি দিলীপ ঘোষ। যদিও গতকালই মুখ্যমন্ত্রী জানিয়েছেন স্যানিটাইজেশনের জন্য আগামী দু-দিন বন্ধ রাখা হবে নবান্ন।