Tokay Gecko: ঠিক যেন গিরগিটি! বিরল প্রজাতি তক্ষকের সন্ধান মিলল ফুলবাড়িতে
নিজস্ব প্রতিবেদন: গভীর জঙ্গল ছেড়ে লোকালয়ে। বিরল প্রজাতির তক্ষকের (Tokay Gecko) সন্ধান মিলল শিলিগুড়ি লাগোয়া ফুলবাড়ি এলাকায়। প্রাণীটিকে উদ্ধার করেছেন বন দফতরের কর্মীরা।
ফুলবাড়ি বাজার এলাকায় বাড়ি তৈরি করছেন শম্ভু সাহা নামে এক ব্যক্তি।
এদিন মাটি খুঁড়ছিলেন শ্রমিকরা। তখনই গর্তের ভিতর একটি বিরল প্রজাতির প্রাণীকে দেখতে পান তাঁরা।
দেখতে গিরগিটির মতো হলেও আকারে বেশ বড়। প্রাণীটিকে দেখতে ভিড় জমে যায় এলাকায়।
খবর দেওয়া হয় বৈকুণ্ঠপুর বনবিভাগে। ঘটনাস্থলে পৌঁছন ডাবগ্রাম রেঞ্জের বনকর্মীরা।
প্রাণীটিকে উদ্ধার করে বনকর্মীরা। জানান, এটি বিরল প্রজাতির তক্ষক।
বন দফতর সূত্রে খবর, এই প্রজাতির তক্ষক সাধারণত লোকালয়ে দেখা যায় না। এরা গভীর জঙ্গলের মনোরম পরিবেশে থাকে।
তক্ষকটি সুস্থই রয়েছে। বন্য প্রাণীটিকে বৈকুণ্ঠপুর জঙ্গলে ছেড়ে দেওয়া হবে। তক্ষকটি কীভাবে লোকালয়ে এল? তা খতিয়ে দেখছেন বন দফতরের কর্মীরা।