আতসবাজির ঝলকে উজ্জ্বল Olympic, ভারতের পতাকা কাঁধে মার্চপাস্ট মনপ্রীত-মেরি কমের
টোকিওর আকাশে তখন আতসবাজির মেলা। রোশনাইয়ে ঝলক লাগে চোখে। ঠিক সেই সময়েই আকাশে উড়ল তেরঙ্গা। অলিম্পিকের উদ্বোধনী মঞ্চে ঢুকলেন হরমনপ্রীত-মেরিকমরা। কাঁধে গর্বের জাতীয় পতাকা।
মার্চপাস্টে অংশগ্রহণ করেছেন দেশের হয়ে প্রতিনিধিত্বকারী খেলোড়াররা। সকলের হাতেই দেশের পতাকা।
নানা রঙে, উজ্জ্বল আলোক শোভায় অলিম্পিক মঞ্চ তখন বর্ণময় ইতিহাসের রচনায় ব্যস্ত।
উদ্বোধনের মঞ্চে প্রথমে দেখা যায় জাপানের পতাকা। আয়োজক দেশ হিসেবে অনুষ্ঠানের উদ্বোধনী ছিল চোখে ধাঁধা লাগিয়ে দেওয়ার মতো।
২০২০ সালে এই অলিম্পিক হওয়ার কথা ছিল। যদিও করোনার জন্য এক বছর পিছিয়ে গিয়ে শুক্রবার হয় এই জনপ্রিয় অনুষ্ঠান।
অলিম্পিক আছে, মঞ্চ আছে, বাজির জৌলুস আছে। নেই কেবল দর্শক। করোনাকালের কথা ভেবেই এই সিদ্ধান্ত।
অনুষ্ঠান নিজের চোখে দেখার সুযোগ হয়নি কারুর। তবু স্টেডিয়ামের বাইরেই ভিড় জমান উৎসাহী দর্শকরা।