Tokyo Paralympics 2020: অনন্য কৃতিত্বে দেশের সোনালী ইতিহাসে থাকবেন Avani Lekhara
রবির পদক জয়ের রেশ সোমের সকালেও থাকল। শুটিংয়ে দেশকে সোনা এনে দেন অবনী লেখারা। ১০ মিটার এয়ার রাইফেলে সোনা জেতেন তিনি।
২৪৯.৬ স্কোর করে সোনার মেয়ে অবনী বিশ্বরেকর্ডও করেন।
অলিম্পিক্স হোক বা প্যারালিম্পিক্স! অবনীই প্রথম ভারতীয় মহিলা হিসেবে সোনা জয়ের অনন্য় নজির গড়লেন।
১৯ বছর বয়সে সোনা জিতলেন অবনী। এত কম বয়সী কোনও ভারতীয় মহিলা অলিম্পিক্স বা প্যারালিম্পিক্সের আসরে সোনা জেতেননি।
রাজস্থানের জয়পুরের মেয়ে অবনী। সেখানেই আইন নিয়ে পড়াশোনা করছেন তিনি।
মাত্র ১১ বছর বয়সেই ভয়ঙ্কর গাড়ি দুর্ঘটনায় অবনীর জীবনে নেমে আসে পক্ষাঘাত।