মিমি, শ্রীলেখা, পায়েল, আবীর- পঞ্চম দফায় ভোটদানে তারকারা

Sat, 17 Apr 2021-5:50 pm,

নিজস্ব প্রতিবেদন: রাজ্যে পঞ্চম দফার ভোটগ্রহণ চলছে শনিবার । সকাল থেকে ভোটদানে রাজ্যের মন্ত্রী, বিরোধী নেতা থেকে তারকারাও । জলপাইগুড়িতে এদিন নিজের এলাকায় ভোট দিলেন মিমি চক্রবর্তী।  জলপাইগুড়ি সদর বিধানসভা কেন্দ্রের পান্ডাপাড়া জুনিয়র বেসিক স্কুলের ১৫৫ নং বুথে ভোট দেন তৃণমূলের এই অভিনেত্রী সাংসদ। এরপর স্থানীয় কালী মন্দিরে পুজো দেন অভিনেত্রী। 'এখানে করোনা বিধি মেনেই শান্তিপূর্ণ ভোট হচ্ছে', সংবাদমাধ্যমকে বলেন মিমি। মিমির সাথে ছবি তুলতে যান উচ্ছ্বসিত ভোটকর্মীরা। বাধা দেন মিমি। 

এদিকে সকাল সকাল তেঘরিয়ায় ভোট দেন বিজেপির তারকা প্রার্থী পায়েল সরকার। বেহালা পূর্ব বিধানসভা কেন্দ্রের প্রার্থী তিনি। সেখানে অবশ্য ইতিমধ্যেই চতুর্থ দফায় ভোট হয়ে গিয়েছে। টুইটে আঙুলে ভোটের কালির ছবি দিয়ে পায়েল লেখেন, 'আমার হয়ে গিয়েছে, এবার আপনাদের পালা'।

বড়িশায় থাকলেও এখনও দমদম কেন্দ্রেরই ভোটার অভিনেত্রী শ্রীলেখা মিত্র। এদিন দমদম বৈদ্যনাথ স্কুলে ভোট দিতে সপরিবারে আসেন তিনি। সকলকে কোভিড বিধি নিয়ে সচতেন হওয়ার পরামর্শ দেন তিনি। ভোট দিতে যাওয়ার আগে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে অভিনেত্রী লেখেন,'সংযুক্ত মোর্চা প্রার্থী পলাশ দাসের পক্ষে ভোট দিতে যাচ্ছি'।

পঞ্চম দফায় সপরিবারে বুথে গিয়ে ভোট দিলেন অভিনেতা আবীর চট্টোপাধ্য়ায় ও অভিনেত্রী ইশা সাহাও।

জোর টক্কর রাজারহাট-গোপালপুর কেন্দ্রেও। পোড় খাওয়া রাজনীতিবিদ বনাম শিল্পীর লড়াই। বিজেপির শমীক ভট্টাচার্যের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের প্রার্থী অদিতি মুন্সি। নিজের কেন্দ্রেই ভোট দিতে দেখা গেল দুজনকে। দক্ষিণ দমদম পুরসভার বাগুইআটি দক্ষিণপাড়া ২৫৪ নম্বর বুথে ভোট দিলেন অদিতি মুন্সি।

কোভিড বিধি মেনে সস্ত্রীক ভোট দেন রাজ্যের মন্ত্রী তথা অভিনেতা ব্রাত্য বসু। কালিন্দী হাউসিং এর খেলার মাঠের পার্শ্ববর্তী বুথে সকাল সকাল ভোট দেন দমদম বিধানসভার তৃণমূল প্রার্থী।

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link