সোমবার থেকে বন্ধ হতে পারে প্রায় সব বাংলা সিরিয়াল
কোন কোন বাংলা সিরিয়াল সোমবার থেকে বন্ধ হয়ে যেতে পারে, তার মধ্যে আপনার পছন্দেরটি নেই তো? দেখুন
প্রযোজক এবং আর্টিস্ট ফোরামের ঝামেলার জেরে সোমবার থেকে বেশ কিছু জনপ্রিয় সিরিয়াল বন্ধ হয়ে যেতে পারে বলে খবর
জনপ্রিয় টেলিভিশন চ্যানেলের একাধিক সিরিয়াল বন্ধ হয়ে যাওয়ার কথা থাকলেও, 'ভূমিকন্যা' এবং 'বাজলো তোমার আলোর বেণু' সেই তালিকায় নেই বলে খবর
স্টার জলসা, জি বাংলা কোনও চ্যানেলের হাতেই সিরিয়ালের ব্যাংকিং সেই অর্থে কিছু নেই, ফলে আজ থেকেই বন্ধ হয়ে যেতে পারে একাধিক জনপ্রিয় বাংলা সিরিয়াল
প্রযোজকদের সঙ্গে আর্টিস্ট ফোরামের আলোচনায় কোনও সমাধান সূত্র না মিললে, আজ থেকে বন্ধ হয়ে যেতে পারে একাধিক বাংলা সিরিয়াল
১০ ঘণ্টার বেশি কাজ করলে আর্টিস্ট ফোরাম অতিরিক্ত টাকার দাবি করলে, সেই ঘণ্টা মেনে হিসেব কল টাইম থেকে ১০ ঘণ্টা হবে না ফ্লোর টাইম থেকে ১০ ঘণ্টা হবে, তা নিয়েও আর্টিস্ট ফোরাম এবং প্রযোজকদের মধ্যে আলোচনা চলছে বলে খবর
কাজের সময় সূচি কী হবে, তা নিয়ে আলোচনার পর আর্টিস্ট ফোরাম দাবি করে, ১০ ঘণ্টার বেশি কাজ করলে, অতিরিক্ত টাকা দিতে হবে
তবে বাংলা সিরিয়াল ইন্ডাস্ট্রির জট নিয়ে আর্টিস্ট ফোরাম বা প্রযোজক, কোনও তরফই সরাসরি মুখ খুলতে চায়নি বলে খবর
জানা যাচ্ছে, আর্টিস্ট ফোরাম এবং প্রযোজকরা বৈঠকে বসে সমাধানের পথ বের করার সময় আচমকাই এক প্রযোজক সেখান থেকে বেরিয়ে যান। এরপরই বিষয়টি আবার জট পাকাতে শুরু করে বলে খবর
সূত্রের খবর, বকেয়া টাকা না মেটানো পর্যন্ত কাজ শুরু করবে না বলে জানিয়েছেন আর্টিস্ট ফোরামের সদস্যরা
শনিবার থেকে কর্ম বিরতি ডাকে আর্টিস্ট ফোরাম
টালিগঞ্জের আর্টিস্ট ফোরামের দাবি, প্রযোজকরা বকেয়া টাকা মেটাচ্ছেন না। আর সেই কারণেই প্রতিবাদ শুরু করেছেন তাঁরা
শিল্পীদের কর্মবিরতির জেরে বন্ধ ভারতলক্ষী, টেকনিশিয়ান স্টুডিও, এন টি ওয়ান স্টুডিও
আর্টিস্ট ফোরামের সদস্যদের কর্ম বিরতির জেরে বিপাকে সিরিয়াল ইন্ডাস্ট্রি