Kaushambi-Adrit Marriage: লাল বেনারসিতে কৌশাম্বিতে চোখ আটকে আদৃতের, ভাইরাল মালাদবলে `আদৃশাম্বি`র খুনসুটি!
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আদৃতের হল কৌশাম্বি। কৌশাম্বির হল আদৃত। বিয়ের পর আদৃতের বাহুলগ্না সিঁদুরে রাঙা কৌশাম্বি।
বিয়ের পর 'আদৃশাম্বি'র মালাদবদলের ছবি শেয়ার করে ক্যাপশনে 'উচ্ছেবাবু' লিখেছেন, "মালা বদল...অপেক্ষার প্রহরের অবসান।" সঙ্গে হার্ট ইমোজি।
বিয়ের দিন সিঁদুরে লাল বেনারসিতে টুকটুকে লাল কনে বউ কৌশাম্বি। হাতে শাঁখা-পলা-রতনচুড়, গা ভর্তি সোনার গয়না, মাথায় টিকলি-মুকুট, নাকে নথ। কপালে চন্দনের টিপ, হালকা মেক আপে কনের সাজে কৌশাম্বির থেকে যেন চোখ সরানো যাচ্ছে না।
ওদিকে উসকোখুশকো চুলে টোপর মাথায় একেবারে 'কুল' লুকে আদৃত। গোঁফ-দাড়ি কেটে, হলুদ পাঞ্জাবি আর ধুতিতে বিয়ের দিন আদৃত একেবারে ক্লিন-শেভড বর।
ছেলে-মেয়েদের বিয়েতে জমিয়ে সেজেছিলেন দুই মা-ও। আদৃতের মা পরেছিলেন সোনালি জরির পাড় দেওয়া বেগুনি রঙের শাড়ি। গলায় ও হাতে সোনার গয়না। সঙ্গে সোনালি রঙের স্লিং ব্যাগ।
ওদিকে কৌশাম্বির মা লাল রঙের ব্লাউজের সঙ্গে কনট্রাস্ট করে পরেছিলেন অফ হোয়াইট রঙের সিল্কের শাড়ি। মাথায় ফুলের মালা।
বিয়ের দিন সকালে হলুদ শাড়িতে ফুলের গয়নায় কৌশাম্বির গায়ে হলুদের সাজও ছিল নজরকাড়া।
মিঠাইয়ের সেট থেকেই প্রেমের শুরু 'দিদিয়া-ভাই'-এর। তবে সেকথা কাকপক্ষীতেও টের পেতে দেননি প্রথমে। অবশেষে ছাদনাতলায় পরিণতি পেল প্রেম।