Raavan Special Screening Photo:রঞ্জিত মল্লিক-প্রসেনজিৎ থেকে কোয়েল-শুভশ্রী,`রাবণ`-এর স্পেশাল স্ক্রিনিংয়ে তারকার হাট

Soumita Mukherjee Thu, 05 May 2022-8:54 pm,

সৌমিতা মুখোপাধ্যায়: বুধবার 'রাবণ'-এর স্পেশাল স্ক্রিনিংয়ে তারকার হাট। অ্যাকশন, রোমান্সে ভরপুর এই ছবি ইতিমধ্যেই ভালো ব্যবসা করছে বক্স অফিসে। 

স্পেশাল স্ক্রিনিংয়েও একই চিত্র, ছবি দেখে নতুন নায়িকা লহমার প্রশংসায় পঞ্চমুখ সকলেই। 

পাশাপাশি এই ছবির অ্যাকশন সিকোয়েন্সও নজর কেড়েছে দর্শকের। 

এই ছবিতে পুলিস অফিসারের চরিত্রে অভিনয় করেছেন তনুশ্রী চক্রবর্তী। জাহান চরিত্রে তিনিও অনবদ্য। 

ছেলে তৃষাণজিৎকে সঙ্গে নিয়ে রাবণ দেখতে এসেছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। ছবি দেখে তিনি বলেন, 'যদিও এটা জিতের ছবি ও প্রযোজনাও করেছে কিন্তু আমার কাছে গুরুত্বপূর্ণ ছিল লহমা। ওকে খুব সুন্দর লেগেছে। ছবির গানও খুব সুন্দর। রাবণে দুটো জিৎ আছে, সে বিষয়ে আমি বিশেষ বলতে চাই না। ছবির অ্যাকশনও খুব ভালো।'

ছবি দেখে নতুন নায়িকা লহমার প্রশংসায় পঞ্চমুখ রাজ চক্রবর্তী ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়। পর্দায় লহমাকে খুবই মিষ্টি লাগছে, বলেন শুভশ্রী। অন্যদিকে রাজ বলেন,'লহমাকে দেখে বোঝা যাচ্ছে না তিনি ডেবিউ করেছেন এই ছবিতে।'

লহমা ও জিতের প্রশংসা শোনা যায় কোয়েল মল্লিকের গলায়। 

'রাবণের শেষ দৃশ্য দেখে মনে হয়েছে এর সিক্যুয়েল আসবে', এই ছবির সিক্যুয়েল দাবি করেছেন বাবুল সুপ্রিয়। 

'জিতের জন্য এই ছবি বারবার দেখা যায়, লহমার জন্য সেরা শুরু', বলেন পরিচালক শিবপ্রসাদ মুখোপাধ্যায়। 

'এই ছবির মতো অ্যাকশন সিকোয়েন্স আগে বাংলা ছবিতে দেখা যায়নি।', বলেন সুদেষ্ণা রায়

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link