রাজ কাপুর ও উত্তম কুমারের দুঃস্থ ক্যামেরাম্যানের পাশে দাঁড়ালেন দেব
নাম বৈদ্যনাথ বসাক, বয়স ৯৪এরও বেশী। কানে স্পষ্ট শুনতে পান না, দৃষ্টিশক্তিও ঝাপসা হয়ে এসেছে। পশ্চিম মেদিনীপুর জেলার পানশিলায় একটি ছোট্ট ঘরে থাকেন তিনি। আর্থিক অবস্থা এতটাই খারাপ যে দুবেলা পেটভরে খাবারও জোটে না।
অথচ এই বৈদ্যনাথ বসাকে পরিচয় শুনলে আপিনও হতবাক হবেন।
জানা যাচ্ছে মহানায়ক উত্তম কুমারের ছদ্মবেশী, খোকাবাবুর প্রত্যাবর্তন, অগ্নিপরীক্ষার মতো প্রায় ৭২ টি সিনেমার সিনেমাটোগ্রাফার হিসেবে কাজ করেছেন বৈদ্যনাথ বাবু।
এখানেই শেষ নয়, রাজ কাপুরের সঙ্গেও বুট পালিস ছবিতে নাকি তিনি কাজ করেছেন বলে খবর। হ্যাঁ ঠিকই শুনছেন।
অথচ আজ সেই প্রতিভাবান শিল্পীরই দুবেলা খাবার জোটে না। স্মৃতিচারনা ছাড়া তার আর কোনো কাজ নেই তাঁর। সম্প্রতি, বৈদ্যনাথ বসাককের মতো প্রতিভাবান শিল্পীর কথা জানতে পারেন টলিউডের সুপারস্টার দেব। তিনিই এগিয়ে আসেন।
দেব নিজেই বৈদ্যনাথ বাবুর সঙ্গে দেখা করেন এবং বৈদ্যনাথ বাবুকে আর্থিক সহায়তা প্রদান করেন এবং ভবিষ্যতেও সহায়তার আশ্বাস দেন। যদিও এর আগেও বৈদ্যনাথ বাবুকে আর্থিক সহায়তার আশ্বাস দিয়েছেন অনেকেই, তবেই কেউই সেভাবে এগিয়ে আসেননি।