Tomato Prices Hike: এখনই যতটা পারেন কিনে রাখুন! ১ কেজি টমেটোর কত দাম হতে চলেছে জানেন?

Soumitra Sen Sat, 15 Jul 2023-2:00 pm,

এর আগে কখনও এত দামি হয়নি টমেটো। এটাই টমেটোর সর্বাচ্চ দাম। রোজই রেকর্ড করে চলেছে টুকটুকে লাল এই সবজিটি।

আগুনরঙা এই সবজি এখন প্রতিদিনই বাজারে আগুন লাগাচ্ছে। 

ইদানীং বাড়তে-বাড়তে টমেটো বাজারবিশেষে বা অঞ্চলভেদে প্রতি কেজি ১২০-১৬০ টাকা দামের মধ্যে ঘোরাফেরা করতে থাকে। 

সেটাই ছিল চোখ কপালে তোলার মতো! কিন্তু এর পরেও যদি টমেটোর দাম বাড়ে, তবে কি বাঙালিকে তরকারিতে-মাংসে-মাছের ঝালে টমেটোর ব্যবহার বাদ দিতে হবে? 

 

দেশে সব চেয়ে বেশি টমেটো উৎপন্ন হয় অন্ধ্রপ্রদেশে, কর্নাটকে, মহারাষ্ট্রে। এখান থেকেই অধিকাংশ টমেটো বিভিন্ন জায়গায় পাঠানো হয়। কিন্তু এই অঞ্চলগুলিতেও টমেটোর দাম বেড়ে যায়!

দেশ জুড়ে সকলেই এখন আগ্রহভরে টমেটোর দিকে তাকিয়ে আছেন। অধীর আগ্রহে ভাবছেন কবে একটু দাম করবে এর? চাটনি খাওয়া না হয় মাথায় থাক, কিন্তু মাছ-মাংস-তরকারি একটু কষিয়ে করতে গেলেই তো চাই এই সবজিটি! সেটুকুও মিলবে না?   

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link