IPL 2019 : সবচেয়ে বেশি ছয় `ইউনিভার্স বস`-এর

Sukhendu Sarkar Mon, 18 Mar 2019-5:03 pm,

১০. কায়রন পোলার্ড : ১৩২ ম্যাচে ১৫৪টি  ছয় মেরেছেন ক্যারিবিয়ান হিটার।

৯. ইউসুফ পাঠান : ১৬৪ ম্যাচে ১৫৭টি ছয় মেরেছেন পাঠান।

৮. শেন ওয়াটসন : ১১৭ ম্যাচে ১৫৭টি ছক্কা হাঁকিয়েছেন ওয়াটসন।

৭. ডেভিড ওয়ার্নার : ১১৪ ম্যাচে ১৬০টি ছক্কা হাঁকিয়েছেন ওয়ার্নার।

৬. বিরাট কোহলি : ১৬৩ ম্যাচে ১৭৮টি ছয় মেরেছেন বিরাট কোহলি।

৫. রোহিত শর্মা : ১৭৩ ম্যাচে ১৮৪টি ছক্কা হাঁকিয়েছেন 'হিটম্যান'।

৪. সুরেশ রায়না : ১৭৬ ম্যাচে ১৮৫টি ছয় মেরেছেন রায়না।

৩. এমএস ধোনি : ১৭৫ ম্যাচে ১৮৬টি ছক্কা মাহির নামের পাশে।

২. এবি ডিভিলিয়ার্স : ১৪১ ম্যাচে ১৮৬টি ছয় মেরেছেন এবিডি।

 

১. ক্রিস গেইল : ১১২ ম্যাচে ২৯২টি ছক্কা হাঁকিয়েছেন 'ইউনিভার্স বস'।

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link