৩৯-এ পড়লেন, কন্ডোম থেকে বাড়ি বিতর্ক, সমালোচনার সঙ্গী সানি লিওন
৩৯-এ পড়লেন সানি লিওন। ৩৯ বছরের জন্মদিন সানি পরিবারের সঙ্গে মার্কিন মুলুকে লস এঞ্জেলসের বাড়িতে কাটাচ্ছেন
মার্কিন মুলুকে সানি পাড়ি দিলেও, তাঁকে নিয়ে বিতর্ক অব্যাহত
বেঙ্গালুরুতে নতুন বছরের অনুষ্ঠানে সানি লিওনের হাজিরা এবং পরে তা বাতিল নিয়ে যে বিতর্ক শুরু হয়, তা এখনও অব্যাহত।
সানি লিনের কন্ডোমের বিজ্ঞাপন দেশের ধর্ষণের মাত্রা বাড়িয়ে দেবে বলে মন্তব্য করেন এক রাজনৈতিক নেতা। যার উত্তরে সানি বলেন, কন্ডোমের বিজ্ঞাপন ধর্ষণের মাত্রা নয়, মানুষকে সচেতন করতে সাহায্য করবে
মুম্বইতে হাজির হওয়ার পর সেলিনা জেটলির বাড়ি ভাড়া নেন সানি লিওন এবং ড্যানিয়েল ওয়েবার। কয়েকদিন পর সেলিনা অভিযোগ করেন, সানি এবং ড্যানিয়েল তাঁর বাড়ি ভাড়া নিয়ে, অযন্ত করে অনেক কিছু ভেঙেচুরে ফেলেছেন। যা পুরোপুরি অস্বীকার করেন সানি
বলিউডে কাজ শুরুর পর থেকে সানিকে নিয়ে এক এক সময় বিতর্কিত মন্তব্য করেন রাখি সাওয়ান্ত। যার উত্তরে সানি বলেন, তাঁকে নিশানা করাটা খুব সহজ। তাঁর অতীত নিয়ে খোঁচা দিয়ে সমালোচনা করা অনেকের অভ্যেসে পরিণত হয়েছে বলেও নাম না করে রাখিকে পালটা কটাক্ষ করেন সানি