Solo Trip: মেয়েদের সোলো ট্রিপের জন্য অতি নিরাপদ এই জায়গাগুলি! আপনার জানা আছে?

Thu, 15 Jun 2023-5:19 pm,

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: হিমাচল প্রদেশের রাজধানী সিমলা এমনই একটি শহর যা আট থেকে আশি সকলেরই মন জয় করে নেয়। তুষারাবৃত পাহাড়, সবুজ এবং ঐতিহাসিক জাদুঘরগুলি পর্যটকদের মুগ্ধ করে। একা ভ্রমণকারী কোনও মহিলা এখানে গেলে অবশ্যই কালকা সিমলা টয় ট্রেনে ভ্রমণ করবেন। সিমলাতে বেড়াতে গেলে এই জায়গাগুলিতে যেতে ভুলবেন না- রিজ, মল রোড, ক্রাইস্ট চার্চ, ব্যান্টনি ক্যাসেল, জাখু হিল অ্যান্ড টেম্পল, নলদেহরা, ভাইসারেগাল লজ, আন্নানডেল, সামার হিল, সিমলা স্টেট মিউজিয়াম, লক্কর বাজার, গেইটি থিয়েটার। সিমলাতে অক্টোবর থেকে মে মাসে যেতে পারেন।

 

রাজস্থানের জয়সলমীর এমন একটি পর্যটনস্থল যেখানে মহিলারা নির্দ্বিধায়, নির্ভয়ে একা ভ্রমণ করতে পারেন। এমনিতেও বাঙালির কাছে জয়সলমীর এক নস্টালজিয়ার শহর। সকলের প্রিয় সোনার কেল্লাটি যে এই শহরেই রয়েছে। এখানকার উটের পিঠে ভ্রমণ দারুণ জনপ্রিয়। এখানকার স্থানীয় লোকজনরা খুব অতিথিপরায়ণ, তবে মৃদুভাষী। এখানে ভ্রমণে যাওয়ার সেরা সময় অক্টোবর থেকে মার্চ।

 

দেশের জনপ্রিয় শৈলশহরগুলির মধ্যে অন্যতম নৈনিতাল। সারা বছর এখানে পর্যটকদের ভিড় লেগেই থাকে। শীত হোক বা গ্রীষ্ম, এখানে পর্যটকের সংখ্যা কখনওই কম হয় না। বেশিরভাগ পর্যটকই এখানে বন্ধুবর্গ বা পরিবারের সদস্যদের সঙ্গে বেড়াতে যান। তবে সোলো ট্রিপের জন্য জায়গাটি ভালো। খুবই নিরাপদ। এখানকার ফাঁকা রাস্তাতেও মহিলারা নিরাপদে হেঁটে বেড়াতে পারেন। তবে এই শহরে বেড়াতে গিয়ে কেউই যেন নিজেকে সেই অর্থে একা অনুভব করেন না। নৈনিতালে বেড়াতে গিয়ে আপনি অবশ্য়ই এই জায়গাগুলিতে যেতে ভুলবেন না-- নৈনি লেক, টিফিন টপ, স্নো ভিউ, চায়না পিক, নয়না দেবী মন্দির, জিবি প্যান্ট হাই অল্টিটিউড চিড়িয়াখানা, তিব্বতি মার্কেট, মল রোড, বড় বাজার, ইকো কেভ গার্ডেন। এখানে বেড়াতে যাওয়ার সেরা সময় হল অক্টোবর থেকে মে।

 

একটু অফ-বিট কিন্তু বেশ কৌতূহলোদ্দীপক জায়গা। ইউনেস্কোর তালিকায় রয়েছে হাম্পি। পাথর কেটে তৈরি অবিশ্বাস্য সব মন্দিরের জন্য বিখ্যাত হাম্পি। যদিও এর বেশিরভাগ অংশই এখন ধ্বংসস্তূপ। তবে ১৪ এবং ১৭ শতকের অবশিষ্টাংশগুলি এখনও রয়েছে। হাম্পি শহরে ভ্রমণে গেলে এই জায়গাগুলি দেখতে ভুলবেন না-- বিরুপাক্ষ মন্দির, বিথালা মন্দির, প্রত্নতাত্ত্বিক জাদুঘর, তুঙ্গভদ্রা নদীর তীরে ধ্বংসাবশেষ, হিপ্পি দ্বীপ, রানির স্নানঘর। হাম্পিতে ভ্রমণে যাওয়ার সেরা সময় অক্টোবর থেকে মার্চ।

বারাণসী ভারতের প্রাচীনতম শহর। একা ভ্রমণের জন্য এটি একটি দুর্দান্ত শহর। নদীর তীরে বসে শান্তি অনুভব করা যায়। এখানে গঙ্গা আরতিতে না দেখলে যেন মন ভরে না। বারাণসীতে বেড়াতে গেলে আপনি এই জায়গাগুলিতে যেতে পারেন-- কাশী বিশ্বনাথ মন্দির, দশাশ্বমেধ ঘাট, মণিকর্ণিকা ঘাট, অসি ঘাট, ভারতমাতা মন্দির, রামনগর দুর্গ, যন্তরমন্তর। বারাণসীতে ফেব্রুয়ারি থেকে মার্চ এবং অক্টোবর থেকে নভেম্বর মাসে যেতে পারেন।

 

সিকিম ভারতের সবচেয়ে সুন্দর জায়গাগুলির একটি। চারিদিকে সবুজে ঘেরা পর্বত। গুরুদোংমার লেক, ইয়ুমথাং ভ্যালি, সোংমো লেক, ইয়াকসাম, নাথু লা, গ্যাংটক, পেলিং, সিঙ্গালিলা ন্যাশনাল পার্ক, গোয়েচা লা, খাংচেন্দজোঙ্গা ন্যাশনাল পার্ক, রুমটেক মনাস্ট্রি, ডো-ড্রুল চোর্তেন-- সিকিমে আপনি এই জায়গাগুলিতে ভ্রমণ করতেই পারেন। সিকিমে বেড়াতে যাওয়ার সেরা সময় অক্টোবর থেকে মে মাস।

 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link