মোদীর প্রত্যাবর্তনে মন্ত্রিত্ব হারালেন একাধিক হেভিওয়েট, দেখে নিন তালিকা

Fri, 31 May 2019-12:01 am,

শারীরিক অসুস্থতার কারণে আর মন্ত্রী হতে চান না বলে ঘোষণা করেছিলেন অরুণ জেটলি। তাঁকে রাজি করানোর চেষ্টা করেছিলেন নরেন্দ্র মোদী। কিন্তু রাজি হননি জেটলি। 

 

হিন্দুত্বের মুখ উমা ভারতীও নেই মন্ত্রিসভায়। প্রথম মোদী সরকারের শেষ দিকে মন্ত্রিসভার সম্প্রসারণে বাদ পড়েছিলেন তিনি। এবার লোকসভা ভোটেও প্রার্থী হননি উমা।  

বাংলা থেকে জিতেও এবার মন্ত্রিসভায় ঠাঁই পেলেন না এসএস আলুওয়ালিয়া। 

 

শারিরীক অসুস্থতার কারণে নির্বাচনে অংশ নেননি সুষমা স্বরাজ। মোদী সরকারের অন্যতম প্রশংসিত মন্ত্রীকে আর দেখা যাবে না।

নির্বাচনী প্রচারে বিতর্কিত মন্তব্য করেছিলেন মানেকা গান্ধী। তিনি এবার মন্ত্রিসভায় নেই।

শিবসেনা থেকে ভাঙিয়ে তাঁকে গতবার মন্ত্রী করেছিলেন মোদী। সেই সুরেশ প্রভু বাদ পড়ায় শুরু হয়েছে জল্পনা।

রাজ্যবর্ধন সিং রাঠৌর মন্ত্রিসভায় নেই। রাজ্যবর্ধনকে সম্ভবত রাজস্থানের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে তুলে ধরতে পারেন মোদী-শাহ।

যশবন্ত সিনহার বিদ্রোহের ফল ভুগতে হল ছেলে জয়ন্তকে। জায়গা পেলেন না গতবারের অসামরিক পরিবহণমন্ত্রকের প্রতিমন্ত্রী জয়ন্ত সিনহা।

 

গতবারের বিতর্কের জেরে ঠাঁই পেলেন না বুদ্ধনগরের সাংসদ মহেশ শর্মা।

আপনা দলের নেত্রী অনুপ্রিয়া পটেল ঠাঁই পেলেন না মন্ত্রিসভায়।

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link