মারাত্মকভাবে বাড়ছে সংক্রমণ, নাগপুরের পর আকোলায় জারি lockdown
নিজস্ব প্রতিবেদন: মহারাষ্ট্রের আকোলাকে পূর্ণ লকডাউন ঘোষণা করল স্থানীয় প্রশাসন। আজ সন্ধে ১৫ মার্চ সন্ধে ৮ টা থেকে লকডাউনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে কতদিন চলবে লকডাউন সে বিষয়ে জানা যায়নি।
নাগপুরের পর অকোলায় লকডাউন প্রমাণ করছে, ভারতে করোনার দ্বিতীয় ঢেউ মারাত্মক আকার নিতে চলেছে। মহারাষ্ট্রের একাধিক অঞ্চলে পূর্ণ লকডাউন হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে।
সেই মোতাবেক নাগপুরের পর অকোলায় ঘোষিত হল পূর্ণ লকডাউন।
১৫ মার্চ সকাল ৮ টা পর্যন্ত চলবে লকাডাউন।
প্রসঙ্গত, এক সপ্তাহের জন্য বন্ধ করা হল মহারাষ্ট্রের নাগপুর শহর। গতকাল করোনা আক্রান্তের সংখ্যা বেড়েছে ৮৬ শতাংশ। জরুরি ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দোকান ছাড়া বন্ধ থাকবে গোটা শহরই।
১৫ মার্চ থেকে ২১ মার্চ পর্যন্ত নাগপুরে চলবে লকডাউন।