বহু বাড়ি, বড় বড় গাছ অবলীলায় ভাসিয়ে নিয়ে চলেছে তিস্তা! ভাঙনের তীরে ঘর বেঁধে ঘুম উড়েছে টোটোদের...

Soumitra Sen Fri, 30 Jun 2023-1:07 pm,

ইতিমধ্যে বহু কৃষিজমি তিস্তা নদীর গর্ভে চলে গিয়েছে। গত মঙ্গলবার রাত থেকে ভাঙন শুরু হয়েছে। দিন দিন ভাঙন বেড়েই চলেছে।

ক্রমশ ঘরবাড়ির দিকে ধেয়ে আসছে তিস্তা নদী। গ্রামের মানুষের বক্তব্য, দীর্ঘদিনের দাবি ছিল, টোটগাঁও এলাকায় তিস্তা নদীতে বাঁধের ব্যবস্থা হোক। কিন্তু গ্রামের লোকের অভিযোগ, এ বিষয়ে তাঁদের কোনও বক্তব্যই কেউ কখনও শোনেনি! 

এদিকে সামনেই পঞ্চায়েত ভোট। কোনও রাজনৈতিক দলই এখনও পর্যন্ত ভোট চাইতে আসেনি এ গ্রামে। কী করবেন তাঁরা? 

ভোট নিয়ে অবশ্য ভাববার অবকাশ নেই টোটোগাঁওয়ের। যে ভাবে প্রতিদিন নদীভাঙন শুরু হয়েছে, তাতে কয়েকদিনের মধ্যে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠবে বলেই আশঙ্কা স্থানীয়দের। তাই প্রহর গুনছে টোটগাঁও এলাকা।

 

নিজেদের মতো করে কিছু প্রস্তুতিও নিচ্ছেন তাঁরা। গ্রামবাসীরা তাঁদের জমির বড় বড় গাছ কেটে অন্যত্র নিয়ে চলে যাচ্ছেন। কেননা, বহু গাছ ইতিমধ্যেই ভাসিয়ে নিয়ে চলে গিয়েছে নদী।  যতটুকু বাঁচানো যায়!

গত বছরেও তিস্তা নদী এই এলাকার ৮-১০টি বাড়ি ভাসিয়ে নিয়ে গিয়েছিল। তার পরেও এবছরও একই ছবি দেখা যাচ্ছে! কবে সুরাহা হবে?

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link