Dooars: সবকিছুই উল্টো! পর্যটকদের ঢল নেমেছে ডুয়ার্সের ফান সিটিতে

Thu, 16 Mar 2023-11:42 pm,

প্রদ্যুৎ দাস: শোওয়ার ঘর, রান্নাঘর, বাথরুম। এমনকী, গাড়িও! সবকিছু উল্টো! মজাদার সেই বাড়ি দেখতে পর্যটকদের ঢল নেমেছে ডুয়ার্স ফান সিটিতে।

ডুয়ার্সে নয়া আকর্ষণ ফানসিটি। মূলত ছোটদের জন্য তৈরি করা হয়েছে এই 'মজার শহর', কিন্তু ভিড় জমাচ্ছেন বড়রাও। প্রতিটি গড়ে ৬০০ থেকে ৮০০ পর্যটক আসেন এখানে। আর ছুটির দিনে সংখ্যাটা হাজার ছাড়িয়ে যায়।

গত বছরের আগস্ট মাসে পর্যটকদের জন্য খুলে দেওয়া হয়েছিল এই ফান সিটি। তারপর থেকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি উদ্যোক্তাদের। পর্যটক ভিড় লেগেই থাকে।

চারিদিকে জঙ্গল, চা-বাগান ও বনবস্তীকে ঘেরা। জলপাইগুড়ি বানারহাটের  আপার কলাবাড়ি এলাকায় ৭২ বিঘা জমিতে এই ফান সিটি তৈরি করেছে একটি বেসরকারি সংস্থা।

 ছোট হোক, কিংবা বড়, ফান সিটিতে বিনোদনের হরেক আয়োজন। তবে উল্টোবাড়ি ঘিরেই কৌতুহল হল সবচেয়ে বেশি পর্যটক।

 এই বাড়িতে রয়েছে : শোওয়ার ঘর, রান্নাঘর, বাথরুম। সঙ্গে গাড়ি ও এসিও। কিন্তু সবকিছু উল্টো! আর তাতেই মজেছেন পর্যটক। সোশ্যাল মিডিয়ায় ছবিও পোস্ট করছেন অনেকেই। 

ডুয়ার্স ফান সিটির কর্মকর্তা জ্যোতি ছেত্রী বলেন, 'ডায়না নদী, জঙ্গল ও বনবস্তী মধ্যবর্তী এই জায়গাটি সকলেই খুব পছন্দ করেছেন। h খাওয়া থাকার বন্দোবস্ত রয়েছে এখানে। পর্যটকদের জন্য় খাওয়া-দাওয়ারও ব্য়বস্থা আছে।

 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link