করোনার ভয় নেই! ম্যাচ দেখতে স্টেডিয়ামে ৩০ হাজার দর্শক
করোনাভাইরাসের উদ্বেগ কাটিয়ে জৈব সুরক্ষা বলয়ে ধীরে ধীরে মাঠে খেলা ফিরলেও স্টেডিয়াম থাকছে দর্শকশূন্য।
মাঠ ভর্তি দর্শক! সামাজিক দূরত্ব দুর অস্ত। মুখে মাস্কের বালাই নেই। করোনা সংক্রমণের ভয় নেই! সম্প্রতি এমন ছবিই উঠে এল নিউ জিল্যান্ডে একটি রাগবি ম্যাচকে ঘিরে।
দীর্ঘ সাত মাস বন্ধ থাকার পর ওয়েলিংটন স্টেডিয়ামে আয়োজিত হয়েছিল রাগবি ম্যাচটি। সেখানে দর্শকদের জন্য ছিল না করোনা সংক্রান্ত কোনও বিধি-নিষেধ। প্রায় ৩০ হাজার দর্শক এসেছিলেন মাঠে।
কোভিড প্রোটোকল কঠোরভাবে পালন করে দেশকে করোনামুক্ত করে ফেলেছে নিউজিল্যান্ড প্রশাসন। আর তাই দর্শক ভর্তি স্টেডিয়ামের ওই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে।
দর্শক ভর্তি স্টেডিয়ামের এই ছবি সোশ্যাল মিডিয়ায় রীতিমতো চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে। প্রসঙ্গত জুন মাসে পুরোপুরি কোভিড মুক্ত ঘোষণা করা হয় নিউ জিল্যান্ডকে। তারপর ফের সংক্রমণ ছড়াতে শুরু করায় আরও কড়া বিধিনিষেধ জারি হয়। তবে এখন সে দেশে করোনা সংক্রমণ পুরোপুরি নিয়ন্ত্রণে।