মেরমাতির জন্য ১৫ দিনের জন্য যান চলাচল বন্ধ এজিসি বোস রোড উড়ালপুলে
ডানলপের পর এবার মেরামতির কাজ চলবে এজেসি বোস রোড ফ্লাইওভারে।
ফলে মেরামতি কাজের জন্য আগামী পনেরোদিন রাত ১১টা থেকে ভোর ৫টা পর্যন্ত শহরের এই গুরুত্বপূর্ণ উড়ালপুলে যান চলাচল বন্ধ থাকবে।
উড়ালপুলের দুই লেনেই চলবে মেরামতির কাজ।
বর্তমানে পিটিএস থেকে পার্ক সার্কাস সেভেন পয়েন্টের দিকে যাওয়ার লেনে কাজ চলছে। ফলে রাতে সেই অংশ বন্ধ থাকবে।
তবে সেভেন পয়েন্ট থেকে পিটিএসমুখী লেন এখন খোলা রয়েছে।