কম টাকায় বেশি চ্যানেল! ১লা মার্চ থেকে সস্তা হচ্ছে কেবল টিভি

Sat, 04 Jan 2020-1:39 pm,

সস্তা হচ্ছে কেবল টিভি ও ডিটিএইচ পরিষেবা। ১লা মার্চ থেকে দেশজুড়ে কেবল টিভির খরচ কমবে। ট্রাই (TRAI) এবার গ্রাহকদের স্বার্থ রক্ষার কথা ভেবে নতুন নির্দেশিকা জারি করেছে।  

পে চ্যানেলগুলি আলাদা করে নিতে এখন অনেক বেশি খরচ করতে হয় গ্রাহকদের। একটি প্যাকেজে পছন্দের সব চ্যানেল পেতে তুলনামূলক খরচ কম। আর এখানেই ট্রাই-এর আপত্তি। দুই ক্ষেত্রে দামের এই পার্থক্য কমানোর উদ্যোগ নিয়েছে ট্রাই। 

১০০টি এসডি চ্যানেল দেখতে এখন গ্রাহকদের দেখতে হয় ১৩০ টাকা (কর ছাড়া)। এবার সেই চ্যানেল সংখ্যা করা হবে ২০০টি। দূরদর্শনের চ্যানেলগুলির জন্য কোনও এনসিএফ গ্রাহকদের দিতে হবে না। ২০০টি চ্যানেল যদি ফ্রি টু এয়ার হয় তা হলে গ্রাহকদের থেকে কোনও অপারেটর মাসিক ১৬০ টাকার বেশি নিতে পারবে না। আবার গ্রাহক ১৩০ টাকা এনসিএফ দিয়ে পে চ্যানেলগুলির জন্য আলাদা মূল্য দিয়ে সর্বাধিক ২০০টি চ্যানেল নিতে পারবেন।

 

ট্রাই-এর নতুন নির্দেশিকা অনুযায়ী, প্যাকেজ একাধিক পে চ্যানেল থাকলে প্যাকেজের দাম পে চ্যানেলগুলির মোট আ-লা-কার্ট দামের দুই-তৃতীয়াংশের বেশি হওয়া যাবে না। অর্থাত্, কোনও প্যাকেজে চারটি পে-চ্যানেল থাকলে এবং ওই চারটির গড় দাম যদি ১০ টাকা হয়, তবে আলাদা করে ওই চারটি পে-চ্যানেলের একটিরও দাম ৪০ টাকার বেশি হবে না।  

১লা মার্চ থেকে ট্রাই-এর নতুন নির্দেশিকা জারি হবে। যার ফলে কিছুটা স্বস্তি হতে পারে মধ্যবিত্তের। ২০০টি চ্যানেলের জন্য এমএসও ও ডিটিএইচ সংস্থাগুলি এবার থেকে গ্রাহকদের থেকে সর্বোচ্চ ১৩০ টাকা (কর ছাড়া) নেটওয়ার্ক ক্যাপাসিটি ফি (এনসিএফ) নিতে পারবে। 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link