বিদেশের রেলপথেও দৌড়তে চলেছে ভারতের ট্রেন-১৮
আগামী সপ্তাহে দিল্লি থেকে বারাণসী পর্যন্ত শুরু হচ্ছে ট্রেন-১৮-র সফর। সব কিছু ঠিক থাকলে এবার বিদেশের রেলপথে দৌড়তে চলেছে ট্রেন-১৮।
প্রায় ১০০ কোটি টাকা ব্যয়ে তৈরি হয়েছে সেমি হাইস্পিড ট্রেন। দিল্লি-বারাণসী রুটে শতাব্দী এক্সপ্রেসের পরিবর্তে দৌড়বে ট্রেন-১৮।
নয়াদিল্লি স্টেশনে সকাল ৬টায় ছাড়বে ট্রেন-১৮। বারাণসী পৌঁছবে দুপুর ২টোয়। সেখান থেকে ছাড়বে দুপুর আড়াইটে নাগাদ। রাত সাড়ে দশটায় এসে পৌঁছবে দিল্লিতে।
ট্রেন-১৮-এর এক্সিকিউটিভ কমপার্টমেন্টে রয়েছে ৫২টি আসন। ৭৮টি আসন রয়েছে ট্রেলার কোচে।
ইতিমধ্যেই প্রতি ঘণ্টায় ১৮০ কিলোমিটার দৌড়ে চমকে দিয়েছে ট্রেন-১৮। সূত্রের খবর, মেক ইন ইন্ডিয়া কর্মসূচিতে তৈরি এই ট্রেন কিনতে আগ্রহ দেখিয়েছে চারটি দেশ।
বলে রাখি, ইতিমধ্যেই শ্রীলঙ্কায় চলতে শুরু করে দিয়েছে ট্রেন-১৮-এর একটি সংস্করণ। সে দেশের আবহাওয়ার সঙ্গে খাপ খাইয়ে ট্রেন তৈরি করেছে রেলের চেন্নাইয়ের কারখানা।