হাওড়া স্টেশনে লাইনচ্যুত ট্রেন! দেখুন ছবি
অল্পের জন্য বড়সড় দুর্ঘটনা এড়াল ডাউন ইস্পাত এক্সপ্রেস। প্ল্যাটফর্মে ঢুকতে গিয়ে লাইনচ্যুত হয় ট্রেন।
সকাল ছ’টা বেজে পাঁচ মিনিটে হাওড়া স্টেশনের ২৩ নম্বর প্ল্যাটফর্মে ঢুকছিল ইস্পাত এক্সপ্রেস। ঢোকার মুখেই বিপত্তি।
আচমকাই বিকট শব্দ- জোরে ব্রেক। রুট রিলে ইন্টারলকিং সিস্টেম ভেঙে ঢুকে পড়ে ট্রেনটি।
ইঞ্জিনের পেছনের কামরার একাধিক চাকা লাইন থেকে নীচে নেমে যায়।
ইঞ্জিনের ধাক্কা আর সামান্য গতি থাকায় বাকি বেশিরভাগ অংশ প্ল্যাটফর্মেই ঢুকে যায়। অল্পের জন্য বড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়।
দুর্ঘটনার জেরে ২১, ২২ ও ২৩ নম্বর প্ল্যাটফর্মে ট্রেন ঢোকা-বেরনো বন্ধ। এই তিনটি প্ল্যাটফর্ম দিয়েই দক্ষিণ পূর্ব রেলের বেশিরভাগ ট্রেন যাতায়াত করে।
এর জেরে ধৌলি এক্সপ্রেস সহ আটটি ট্রেন আটকে পড়ে। সাঁতরাগাছি স্টেশনে আটকে দেওয়া হয় জগন্নাথ এক্সপ্রেসও।
উনিশ ও কুড়ি নম্বর প্ল্যাটফর্ম দিয়েই যাতায়াত করানো হচ্ছে ট্রেন। ট্রেন ছাড়তে অনেকটাই দেরি হচ্ছে। হাওড়া স্টেশনে রয়েছে পিটলাগড় এক্সপ্রেস ও ধৌলি এক্সপ্রেস।
কীভাবে এই দুর্ঘটনা ঘটল, তা খতিয়ে দেখছেন রেল আধিকারিকরা।
ঘটনাস্থল পরিদর্শন করছেন রেলের উচ্চ পদস্থ কর্তারা। রেলের চালকের কাছ থেকেও বিষয়টি জানার চেষ্টা চলছে।