Eastern Railway: টিকিট না কেটেই ট্রেনে! ১৫ দিনে পাকড়াও প্রায় ৯০ হাজার যাত্রী...
কখনও জেনে বুঝে কখনও বা অজান্তে টিকিট না কেটেই যাত্রা করেন বহু। টিটি'র ভয়ে বাথরুমে ঢুকে পরা এইসব সবসময় চলতে থাকে ট্রেনের যাত্রায়। এমনকি পুলিসও টিকিট কাটে না! রেলের একটি পরিসংখ্যান দেখলে বোঝা যাবে ব্যাপারটা। গত দেড় মাসে প্রয়াগরাজ ডিভিশনে লোকাল ও এক্সপ্রেস ট্রেনে বিনা টিকিটে ভ্রমণ করার জন্য ফাইন করা হয়েছে ৪০০ পুলিস কর্মীকে।
এই কারণে কোটি কোটি টাকার লোকসান হচ্ছে ট্রেনের। তারফলে রেল উন্নয়নের ক্ষেত্রে বহু সমস্যা দেখা দিয়েছে পূর্ব রেল কর্তৃপক্ষে। এর আগে বহু পন্থা অবলম্বন করা হয়েছে বিনা টিকিটে যাত্রা আটকানোর জন্য। বারবার নোটিশ জারি করা থেকে মাঠে নেমে যাত্রীদের ফাইন করা। কিন্তু তারপরেও সতর্ক হচ্ছেন না যাত্রীরা। বিনা টিকিতেই চলছে যাত্রা।
সেই কারণে পূর্ব রেলের তরফ থেকে এক বিশেষ অভিযান চালানো হয়। নভেম্বরের ১ তারিখ থেকে ১৫ তারিখ। অর্থাৎ ১৫ দিনের জন্য এই অভিযান চলে।
বিনা টিকিটে পাকড়াও হয়েছেন প্রায় ৯০ হাজার যাত্রী। রেল সূত্রে জানা গিয়েছে, এই বিশেষ অভিযান চালিয়ে প্রায় ৮৯ হাজার ৬০৬ জন যাত্রীদের পাকড়াও করেছে রেল কর্তৃপক্ষ।
পূর্ব রেলের এই অভিযানে হাওড়া ডিভিশন থেকে প্রায় ৩৫ হাজার জনকে ধরা হয়েছে। শিয়ালদহ ডিভিশন থেকে প্রায় ৩৩ হাজার, আসানসোল থেকে প্রায় ১৬ হাজার এবং মালদা ডিভিশন থেকে প্রায় ৪ হাজার যাত্রীকে ধরেছে রেল কর্তৃপক্ষ।
মাত্র ১৫ দিনের অভিযানে পরিসংখ্যাণ ছুঁয়েছে প্রায় লক্ষাধিক। হিসেব করলে গোটা মাসে প্রায় দুই লক্ষের বেশি মানুষ টিকিট ছাড়া যাতায়াত করেন।