দেখুন ছবিতে: দুর্গাকে বরণ করে, সিঁদুর খেলে বিজয়া উদযাপন রূপান্তরকামীদের
নিজস্ব প্রতিবেদন: মায়ের কাছে তো সকলেই সমান। সামাজিক বেড়াজাল কাটিয়ে সিঁদুর খেলায় মাতলেন রূপান্তরকামীরা।
প্রায়শই রূপান্তরকামীদের সামাজিক বয়কটের মুখে পড়ার খবর আসে। নিরন্তর অধিকারের লড়াই চালিয়ে যাচ্ছেন তাঁরা। এমন পরিস্থিতিতে দশমীতে বর্ধমানের কাঁটাপুকুর সর্বজনীনের মণ্ডপে অভাবনীয় ছবি।
সিদুঁর খেলায় রূপান্তরকামীরা অংশ নিতে পারবেন না, এমন কোনও নিয়ম নেই সনাতনী সংস্কৃতিতে। কিন্তু সমাজ ব্যবস্থায় যেন অদৃশ্য একটা 'না' থাকত। সেই 'না' ভাঙার উদ্যোগ নিলেন পূর্ব বর্ধমানের কাঁটাপুকুর সর্বজনীন।
মঙ্গলবার মাকে বরণ করেন রূপান্তরকামীরা। তারপর সিঁদুর খেলায় অংশ নেন।
ধীরে ধীরে বদলাচ্ছে দেশ। আর মানুষকে কাছে টেনে নেওয়াই তো উতসবের আসল আনন্দ।