#ভ্রমণ: হাতছানি দিচ্ছে নৃত্য-সঙ্গীতে মথিত অপরূপ প্রকৃতি
চলতি ক্রিসমাসে এবং আসন্ন নতুন বছরে পর্যটকদের জন্য এক নতুন ডেস্টিনেশন হতে পারে এই সব হোমস্টে।
খট্টিমারির এই হোমস্টে থেকে পর্যটকরা জঙ্গলের সৌন্দর্য উপভোগ করার সুযোগ পাবেন। এমনকি এই সমস্ত হোমস্টে-তে রাত্রিযাপনের সুযোগও থাকছে বলে জানা গিয়েছে।
হোমস্টেগুলি উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন ভারতের ফুটবল দলের প্রাক্তন অধিনায়ক তথা পর্যটক দেবজিত ঘোষ-সহ অন্যান্যরা। উদ্বোধনের দিন আদিবাসী ও রাভা জনজাতির শিল্পীদের নৃত্যে এ গানে মেতে ওঠে চত্বর। মাদল ও বাঁশির সুরের তালে স্পন্দিত হয় উদ্বোধনী অনুষ্ঠান।
এ অঞ্চলে বহু স্পট। বহুচর্চিত বহুপরিচিত। গরুমারা জলদাপাড়া বক্সা চিলাপাতার মতো স্পটের পরে এবার খট্টিমারি জঙ্গল। এই খট্টিমারি জঙ্গল এলাকায় এবার শুরু হল হোমস্টে। তাই এবার জঙ্গল-সংলগ্ন এলাকার বনবস্তিগুলিকে স্বনির্ভর করতে জলপাইগুড়ি ধূপগুড়ির গোসাইরহাট মেলাবস্তি ও মঙ্গলকাটা বনবস্তিতে আটটি হোমস্টে উদ্বোধন করা হল।
ডুয়ার্সের জঙ্গল ভ্রমণপিপাসুদের কাছে এক আকর্ষণীয় গন্তব্য। এখানকার জঙ্গল প্রকৃতি পরিবেশের টানে চিরকাল ধরে ছুটে আসেন বিভিন্ন জায়গার মানুষজন, পর্যটক। প্রকৃতির পাশাপাশি স্থানীয় মানুষের টানেও আসেন বিভিন্ন জায়গার পর্যটকেরা।