শতাব্দীর ছুটি! ইঞ্জিনবিহীন ‘ট্রেন-১৮’ দৌড়বে ঘণ্টায় ১৬০ কিলোমিটার বেগে
সেপ্টেম্বরেই সম্ভবত শুরু হচ্ছে ভারতের প্রথম ইঞ্জিনবিহীন সেমি হাইস্পিড ট্রেন ‘ট্রেন-১৮’ এক ট্রায়াল রান। ট্রেনটি তৈরি করছে চেন্নাইয়ের কোচ ফ্যাক্টরিতে।
ট্রেনটিকে সম্ভবত চালানো হবে দিল্লি-আগ্রা-ভোপাল রুটে। মাত্র ১৬ মাসে ট্রেনটি তৈরি করে ফেলেছে চেন্নাইয়ের ইন্ট্রিগাল কোট ফ্যাক্টরি।
ট্রেনটি চালাতে কোনও ইঞ্জিন লাগে না। প্রতিটি ট্রেনে থাকবে ১৬টি কোচ। থাকবে দুটি ক্লাস। একটি একজিকিউটিভ ক্লাস এবং অন্যটি সেকেন্ড ক্লাস।
গোটা ট্রেনটাই হবে শীততাপ নিয়ন্ত্রিত। একজিকিউটিভ ক্লাসে প্রতিটা আসন ঘোরানো যাবে।
জানালা অন্যান্য ট্রেনের থেকে অনেকটাই বড়। প্রতিটি কামরায় থাকছে এলইডি লাইট। থাকছে লাগেজ র্যাক।
সেপ্টেম্বরেই সম্ভবত শুরু হচ্ছে ভারতের প্রথম ইঞ্জিনবিহীন সেমি হাইস্পিড ট্রেন ‘ট্রেন-১৮’ এক ট্রায়াল রান। ট্রেনটি তৈরি করছে চেন্নাইয়ের কোচ ফ্যাক্টরিতে।