রাজনীতির নক্ষত্রপতন: স্মরণে সুষমা স্বরাজ

Wed, 07 Aug 2019-8:29 am,

১৯৫২ সালের ১৪ ফেব্রুয়ারি হরিয়ানা আম্বালা ক্যান্টনমেন্টে জন্ম সুষমা স্বরাজের। তাঁর বাবা হরদেব শর্মা ছিলেন আরএসএস-এর সক্রিয় সদস্য।

 

তিনটি বিষয়ে- রাষ্ট্রবিজ্ঞান, সংস্কৃত, আইন স্নাতক ছিলেন সুষমা স্বরাজ।

১৯৭৩ সালে হরিয়ানা হাইকোর্টে আইনজীবী হিসেবে কাজ করেন সুষমা স্বরাজ।

সত্তরের দশকে রাজনীতিতে প্রবেশ। হরিয়ানা জনতা পার্টির কনিষ্ঠতম(২৭ বছর) সভাপতির দায়িত্ব সামলান সুষমা স্বরাজ।

হরিয়ানা মন্ত্রিসভায় দেশের কনিষ্ঠতম মন্ত্রী হন সুষমা স্বরাজ। ১৯৮৭ থেকে ১৯৯০ সাল পর্যন্ত হরিয়ানার শিক্ষামন্ত্রী ছিলেন তিনি।

১৯৯৮ সালে কিছুদিনের জন্য দিল্লির মুখ্যমন্ত্রী হন সুষমা স্বরাজ।

পঞ্চদশ লোকসভায় বিরোধী দলনেত্রীর দায়িত্ব সামলেছেন সুষমা স্বরাজ।

 

২০১৪-২০১৯ বিদেশমন্ত্রকের দায়িত্ব সামলেছেন। দেশের প্রথম পূর্ণ সময়ের মহিলা বিদেশমন্ত্রী ছিলেন সুষমা স্বরাজ। ইন্দিরা গান্ধীর পর দেশের দ্বিতীয় মহিলা বিদেশমন্ত্রী।

২০১৬ সালে তাঁর কিডনি প্রতিস্থাপন হয়। অসুস্থতার কারণে নরেন্দ্র মোদীর দ্বিতীয় মন্ত্রিসভায় আর থাকতে চাননি সুষমা স্বরাজ।

৬ অগাস্ট, ২০১৯; প্রয়াত সুষমা স্বরাজ। দিল্লির এইমসে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন প্রাক্তন বিদেশমন্ত্রী।

 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link