Tridha Choudhury: বিয়ের পিঁড়িতে ত্রিধা! পাত্র ইন্ডাস্ট্রিরই কেউ? ‘আশ্রম’ অভিনেত্রী বললেন...

Tue, 07 Nov 2023-2:47 pm,

বাঙালি কন্যার হট লুকে এমনিতেই কাবু বানিজ্য নগরী। তবে এবার শিরোনাম অন্য কারণে। শীঘ্রই বিয়ের পিঁড়িতে বসছেন ত্রিধা চৌধুরী। ‘আশ্রম’-এর ববিতা নিজেই জানিয়েছেন এ খবর। একটি সাম্প্রতিক সাক্ষাৎকারে, সম্পর্কের কথা জানান তিনি। 

ত্রিধা জানান তাঁর প্রেমিক বিনোদন ইন্ডাস্ট্রির সঙ্গেই যুক্ত। কিন্তু কে তিনি, টলিউডের কেউ নাকি বলিউডের সে প্রসঙ্গে মুখে কুলুপ এঁটেছেন তিনি। কিন্তু বিয়ে কবে? 

আগামী বছরই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন অভিনেত্রী। তবে মন্দিরে নয়, বিয়ে করবেন গুরুদ্বারে। তাহলে কি পাত্র পাঞ্জাবি? তা অবশ্য এখনও জানা নেই। 

বিয়ে আর সম্পর্ক নিয়ে ত্রিধা জানান, 'সম্পর্কের বিষয়ে খুব বেশি কিছু বলতে পারছি না। তবে আমি যা বলতে পারি আমরা দু’জনেই ভালো আছি এবং পরের বছর বিয়ে করার পরিকল্পনাও করছি।’

ত্রিধা আরও বলেন, এই বছর ভাইফোঁটাতেও কলকাতায় থাকব৷ সবাই মিলে একসঙ্গে মজা করব৷ এছাড়াও সামনেই প্রিয় দুই বন্ধুর বিয়ে,তার জন্যও অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছেন অভিনেত্রী৷

‘মিশর রহস্য’ ছবি দিয়ে কেরিয়ার শুরু করলেও ত্রিধাকে এরপর ‘খাদ’, ‘শেষ থেকে শুরু’, ‘যদি লাভ দিলে না প্রাণে’-র মতো বাংলা ছবিতে দেখা গিয়েছে।

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link