Trina-Parambrata: পরমব্রতর সঙ্গে জুটি বাঁধছেন তৃণা, কোন ছবিতে একসঙ্গে দেখা যাবে তাঁকে?
নিজস্ব প্রতিবেদন: বড়পর্দায় পরমব্রত চট্টোপাধ্যায়ের সঙ্গে জুটি বাঁধছেন তৃণা সাহা।
সৃজিত মুখোপাধ্যায়ের আগামী ছবিতে একসঙ্গে দেখা যাবে তাঁদের।
ছোটপর্দার জনপ্রিয় নায়িকা তৃণা সাহা, সোশ্যাল মিডিয়াতেও তাঁর জনপ্রিয়তা তুঙ্গে।
সৃজিতের আগামী ছবি 'লহো গৌরাঙ্গের নাম রে', সেই ছবিতেই অভিনয় করবেন তৃণা।
'লহো গৌরাঙ্গের নাম রে' ছবিতে শ্রীচৈতন্য মহাপ্রভুর চরিত্রে অভিনয় করছেন পরমব্রত।
চৈতন্য অন্তর্ধান রহস্যের প্রেক্ষাপটে তৈরি হবে এই ছবি। ছবিতে লক্ষ্মীপ্রিয়ার চরিত্রে দেখা যাবে তৃণাকে।